শহরে ধারাবাহিক খুন, রহস্যের কিনারা করতে আসছে নতুন বাংলা ছবি ‘আঁশ’

শহর কলকাতায় একের পর এক রহস্যজনক খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে। নিহতরা প্রত্যেকেই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি—কেউ নামী দাঁতের ডাক্তার, কেউ কর্পোরেট জগতের প্রভাবশালী মুখ, আবার কেউ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত। কিন্তু কেন এই খুন? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার পর্দায় আসছেন সাব-ইন্সপেক্টর নির্ঝর নাথ। রহস্য-রোমাঞ্চে ভরপুর নতুন বাংলা ছবি ‘আঁশ’ নিয়ে আসছেন পরিচালক অনিন্দ্য বসু।

সাব-ইন্সপেক্টর নির্ঝর নাথের চরিত্রে অভিনয় করছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়। নির্ঝর একজন কড়া মেজাজের পুলিশ অফিসার, যে ন্যায় প্রতিষ্ঠার জন্য গুলি চালাতেও দ্বিধা করে না। বছরের পর বছর ধরে জমে থাকা হতাশা আর নিজের স্ত্রী ও ছেলের রহস্যজনক মৃত্যুর দুঃসহ স্মৃতি তাকে আজও তাড়া করে বেড়ায়। তার এই মিশনে সঙ্গী হয় অফিসার সেন (অভ্রনীল) এবং গুহ (পূজা সরকার)। তাদের সঙ্গে থাকে এক অত্যন্ত ধূর্ত ইনফরমার, যার চরিত্রে অভিনয় করেছেন পুষণ দাশগুপ্ত। পুষণের ঠাট্টা-মস্করার আড়ালেও লুকিয়ে থাকে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা।

নির্মাতাদের ভাবনা ও সিনেমার মূল বিষয়বস্তু
পরিচালক অনিন্দ্য বসু পরিচালিত এই সিনেমার সিনেমাটগ্রাফির দায়িত্ব সামলেছেন অর্কজ্যোতি চৌধুরী। ফাঙ্কি মাঙ্কি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় তার চরিত্র প্রসঙ্গে বলেন, “এই ছবিতে আমি হিরোর চরিত্রে, নির্ঝরের ভূমিকায়। নির্ঝর এখানে পজিটিভ রোল। চলতি সপ্তাহ থেকেই শুটিং শুরু হবে।”

তদন্ত এগোতেই সামনে আসে অসীমের (বরুণ দে) নাম। অসীম একজন মাঝবয়সী, নির্বিকার, শান্ত স্বভাবের মোবাইল দোকানের কর্মচারী। বাইরে থেকে তাকে দেখতে একেবারেই সাধারণ মনে হলেও, তার ভিতরে লুকিয়ে আছে অনেক ঘটনা থেকে জন্ম নেওয়া এক জটিল চরিত্র।

আসলে ‘আঁশ’ সিনেমার মূল অংশ জুড়ে রয়েছে নির্ঝর আর অসীম – এই দুই ভাঙা মানুষ। তারা দু’জন বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা মানুষের ন্যায়বিচারের দুই রূপ। একজন যন্ত্রণায় পুড়ে ছাই হয়ে যাওয়া এক অভিভাবক, অন্যজন নীরব প্রতিশোধের মুখ।

তারকা সমাবেশ
ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়, পুষণ দাশগুপ্ত, মিশর বসু, পূজা সরকার, পারমিতা দাঁ, অভ্রনীল ঘোষ-সহ আরও অনেকে। এই শক্তিশালী অভিনয়শিল্পীদের নিয়ে ‘আঁশ’ কতটা রহস্য উন্মোচন করতে পারে, তা জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy