‘রাজনীতিতে ওঁর নাম ব্যবহার করব না’, অভিনেতা সুশান্তের জনপ্রিয়তা সত্ত্বেও নিজস্ব পরিচয়ে লড়াইয়ের বার্তা দিব্যার

আসন্ন ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে বামেদের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন (সিপিআই(এমএল) লিবারেশন) তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের তরফে মঙ্গলবার (১৪ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে জানানো হয় যে, দিব্যা গৌতম বিহারের দিঘা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিহারের বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর শরিক সিপিআই(এমএল) লিবারেশন। এই জোটে আরজেডি এবং কংগ্রেসও রয়েছে।

দিব্যা গৌতমের পরিচিতি
দিব্যা গৌতম হলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর প্রাক্তন নেত্রী। বরাবরই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি।

রাজনৈতিক পটভূমি: তিনি সিপিআই(এমএল)-এর ছাত্র সংগঠন আইসা-র নেত্রী হিসাবে ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ। এই কারণেই পটনার দিঘা বিধানসভা কেন্দ্র থেকে এই প্রাক্তন নেত্রীকে প্রার্থী করেছে দল।

পেশাগত জীবন: দিব্যা পটনা কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি পটনা উইমেন্স কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। এর আগে তিনি বিহার সরকারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা বিভাগে সরবরাহ পরিদর্শক হিসাবেও নিযুক্ত ছিলেন।

আদর্শ: তাঁর ইনস্টাগ্রাম বায়োতে তিনি নিজেকে “জাতপাত-বিরোধী নারীবাদী সমাজতন্ত্রী” হিসাবে পরিচয় দেন।

সুশান্তের জনপ্রিয়তা নিয়ে দিব্যার অবস্থান
প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর দিব্যা সুশান্ত সিং রাজপুতের নামে মানুষ তাঁকে চেনেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেতার স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন:

“আমি যে সুশান্ত সিংহ রাজপুতের বোন, তা অস্বীকার করতে পারি না। মানুষ আমাকে ওঁর নামে চেনেন। আমি এর জন্য কৃতজ্ঞ। কিন্তু আমার রাজনীতিতে ওঁর নাম ব্যবহার করতে চাই না। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে ওঁর নামকে ব্যবহার করতে চায়, আমি সেভাবে তা করতে চাই না।”

দিব্যা মনে করেন, সুশান্ত নিজের কঠোর পরিশ্রমের জোরে পরিচিতি পেয়েছিলেন, স্বজনপোষণের জন্য নয়। তিনি বুধবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

দিঘা কেন্দ্রের লড়াই
দিব্যা গৌতমের আগমনে দিঘা কেন্দ্রের লড়াই এক আকর্ষণীয় মোড় নিতে চলেছে।

বিজেপি প্রার্থী: এই কেন্দ্রে বিজেপি তাদের বিদায়ী বিধায়ক সঞ্জীব চৌরাসিয়াকে প্রার্থী করতে চলেছে।

কেন্দ্রের গুরুত্ব: প্রায় ৪০০টি ভোটকেন্দ্র এবং ৪ লক্ষেরও বেশি ভোটারের দিঘা বিহারের বৃহত্তম বিধানসভা কেন্দ্রগুলির অন্যতম।

ইতিহাস: ২০১০ সালে জেডি(ইউ)-এর পুনম দেবী এখান থেকে জয়ী হয়েছিলেন। এরপর ২০১৫ ও ২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঞ্জীব চৌরাসিয়া জয় পান। ২০২০ সালে তিনি সিপিআই(এমএল)-এর প্রার্থী শশী যাদবকে প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

দিব্যার প্রার্থীপদ এবার এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy