মৃত্যুর মুখ থেকে ফিরলেন ‘একেনবাবু’! সরকারি বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেল অভিনেতার গাড়ি

বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, যিনি দর্শকদের কাছে ‘একেনবাবু’ নামেই পরিচিত। আজ, ৬ ডিসেম্বর সকালে টালিগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি সরকারি বাস পিছন থেকে সজোরে তাঁর গাড়িতে ধাক্কা মারে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও, গাড়ির পিছনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

অভিনেতা অনির্বাণ চক্রবর্তী জানান, সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি টালিগঞ্জ থেকে এক্সাইডের দিকে যাচ্ছিলেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে আচমকাই একটি গলি থেকে আসা অন্য একটি গাড়িকে জায়গা দিতে তাঁর গাড়ি ব্রেক কষে। ঠিক তখনই পিছন থেকে তীব্র গতিতে আসা একটি সরকারি বাস সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনা ঘটিয়ে ধমকাল বাসচালক:

দুর্ঘটনার পর অভিনেতা গাড়ি থেকে বেরিয়ে এলেও, বাসচালক নামেননি। উল্টে চালক তাঁকে ধমক দেন এবং দ্রুত গাড়ি সরাতে বলেন। তিনি কার্যত অভিনেতাকেই বোঝানোর চেষ্টা করেন যে ভাগ্যক্রমে তিনি বড়সড় দুর্ঘটনার শিকার হননি! এরপর বাস নিয়ে পালানোর চেষ্টা করলে অনির্বাণবাবু সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন।

প্রথমে টালিগঞ্জ থানার পুলিশ এলেও, পরে চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা বাস ও গাড়ি দুটিকেই থানায় নিয়ে যায়। অভিনেতা অভিযোগ করেছেন, বাসচালকের আচরণ ছিল অত্যন্ত খারাপ। তিনি দুর্ঘটনার কোনও দায় নিতে চাননি। তবে অভিনেতা গুরুতর আহত হননি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy