মৃত্যুক্ষত না শুকাতেই নতুন আতঙ্ক! কন্যাকুমারী থেকে হুমকি, কড়া নিরাপত্তায় তামিল সুপারস্টারের নীলাঙ্গারাইয়ের বাড়ি

তামিল সুপারস্টার ও রাজনীতিক বিজয়কে (Vijay) কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়াল। তাঁর চেন্নাইয়ের নীলাঙ্গারাইয়ে অবস্থিত বাসভবনে বোমা রাখা আছে, এমন হুমকির ফোন আসে পুলিশের কাছে। ফোনটি আসে কন্যাকুমারী এলাকা থেকে। হুমকিদাতার বক্তব্য, “ভবিষ্যতে যদি বিজয় কোনও জনসভা করেন, তাহলে তাঁর বাড়িতে বোমা রাখা হবে।”

এই হুমকির পরিপ্রেক্ষিতে চেন্নাই পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে। হুমকির ফোন আসার পরই নীলাঙ্গারাইয়ে বিজয়ের বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বম্ব স্কোয়াড, গোয়েন্দা বিভাগ এবং টেকনিক্যাল টিম একযোগে তদন্ত চালাচ্ছে। পুলিশ হুমকিদাতার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

পদদলনের মর্মান্তিক ঘটনার পরই হুমকি
এই বোমার হুমকি আসে ঠিক এমন এক সময়, যখন বিজয় সম্প্রতি কারুর জেলায় একটি রাজনৈতিক জনসভা করেছিলেন। সেই জনসভা ভয়াবহ পদদলনের কারণে মর্মান্তিক পরিণতি নেয়। ওই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক ঘটনার পর বিজয় নিজে উদ্যোগ নিয়ে একাধিক নিহত ব্যক্তির পরিবারকে ভিডিও কলের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “আমি আপনাদের পাশে আছি। এই দুঃখের সময়ে আমি আপনাদের সঙ্গে আছি। আমি শিগগিরই ব্যক্তিগতভাবে দেখা করব।” তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, তাঁর পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। জনসভার দুর্ঘটনার পর এই নতুন হুমকি স্বাভাবিকভাবেই অভিনেতার অনুরাগী এবং রাজনৈতিক মহলে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy