মুম্বইয়ে শাহরুখ খানের জন্মদিন মানেই ছিল এক চেনা উৎসবের দৃশ্য। মন্নত থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়া, চুম্বন ছুড়ে দেওয়া এবং সেই বিখ্যাত ‘বাহু প্রসারিত’ পোজ — এই সব কিছুর অপেক্ষায় ভিড় করত হাজার হাজার মানুষ। তবে এবার সেই নিয়মে ছন্দপতন ঘটল। বলিউডের ‘বাদশা’ তাঁর ৬১তম জন্মদিনে (ধরে নেওয়া হয়েছে) মন্নতের বাইরে অপেক্ষারত দর্শকদের দর্শন দিলেন না।
এত বছরের নিয়মে কেন ছন্দপতন?
শাহরুখ খান নিজেই এক্স (আগের টুইটার) মাধ্যমে এই সিদ্ধান্তের কারণ জানিয়ে অনুরাগীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এবার আর প্রতি বছরের মতো মন্নতের বারান্দায় এসে সকলের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। অপেক্ষারত ভক্তদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন।
শাহরুখ জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “ধন্যবাদ আমায় বোঝার জন্য। আমায় বিশ্বাস করার জন্য। আপনাদের সঙ্গে দেখা না হওয়াটা আমি আপনাদের থেকেও অনেক বেশি মিস করব। সবাইকে ভালবাসি।”
অনুরাগীদের জন্য বড় উপহার: ‘কিং’ ছবির টিজার রিলিজ
তবে জন্মদিনের দিন অনুরাগীদের সম্পূর্ণ নিরাশ করেননি কিং খান। ৬০তম জন্মদিনের দিনই তিনি তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর টিজার প্রকাশ করে দর্শকদের একটি বড় উপহার দিয়েছেন। ছবিটি আগামী বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে। টিজার দেখেই বোঝা গিয়েছে, এই ছবিতে শাহরুখকে ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে মারকাটারি অ্যাকশনে দেখা যাবে। টিজার রিলিজের পর যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে, তাতে মনে করা হচ্ছে, শাহরুখের এই ছবিও বক্স অফিসে ঝড় তুলবে। এখন তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ট্রেলারের জন্য।