বাংলা ছবির মুক্তি নিয়ে টলিপাড়ায় তীব্র লড়াইয়ের সময় অভিনেতা দেবের ছবি খারাপ বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই রাজনৈতিক দলের দুই সদস্যের এমন বিবাদ নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেন, “বাংলা সিনেমার ক্ষেত্রে সুপারস্টার কথাটা হাস্যকর কনস্ট্রাকশন। ভালো অভিনেতা রয়েছে, স্টারও থাকতে পারেন, সুপারস্টার কেউ নেই।”
ব্রাত্য বসুর এই মন্তব্যের পরই বিতর্কের পারদ চড়ে। এবার এই বিষয়ে তাঁর এবং কুণাল ঘোষের মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব (Dev)।
দেবকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
টিভি৯ বাংলাকে দেব জানিয়েছেন, ব্রাত্য বসু বা কুণাল ঘোষের মন্তব্য নিয়ে তিনি খুব একটা বিচলিত নন। তবে এই সময়েই তাঁর সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন প্রকাশ্যে আনেন দেব:
“আমি এটুকুই বলতে পারি, দিদি আমাকে ফোন করেছিলেন। উনি ভেবেছেন দেব কষ্ট পেয়েছে। তাই উনি আমাকে ফোন করেছিলেন। সো সুইট অফ হার।”
দেবের বক্তব্য, দলের অভ্যন্তরীণ বিষয়ে তিনি নেত্রীকে বিরক্ত করতে চাননি। তিনি দিদিকে বলেন, “আপনি এর মধ্যে ঢুকবেন না।” তিনি আরও বলেন, “বাংলা সিনেমার জন্য আমরা যা চেয়েছি, উনি (মমতা) করে দিয়েছেন। বাংলা ছবির প্রাইম টাইমে শো করে দিয়েছেন। এত ছোট-ছোট ব্যাপারে ওঁকে আর কী বিরক্ত করব!”
‘ব্রাত্যদা কী বলছেন, কুণালদা কী বলছেন, ভাবার দরকার নেই’
ব্রাত্য বসুর ‘সুপারস্টার’ মন্তব্য নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিয়ে দেব স্পষ্ট করে দেন যে তাঁর মনোযোগ কোথায়:
“এরপর বলুন, আমার কী ভাবা দরকার ব্রাত্যদা কী বলছেন? কুণালদা কী বলছেন? আমার কাজ হলো সিনেমা তৈরি করা। কীভাবে উন্নতি করব দেখা। দর্শককে সিনেমা হলে নিয়ে আসা।”
নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে দেব বলেন, “এখানে ঢাক পেটানোর কিছু নেই। ঘাটালে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ঘাটালের মানুষ জানেন। এটা বলছি না আমি সব করতে পারছি। এটাও বলছি না, আমি কিছুই করতে পারছি না। যতটুকু জানি, যতটুকু বুঝি সেই মতো করার চেষ্টা করছি।”
অন্যদিকে, ব্রাত্য বসু বলেছিলেন, “যিনি সত্যিকারের সুপারস্টার, তিনি নিজের দল গড়বেন। যেমন তৃণমূল কংগ্রেসে সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, স্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়।”