বৃহস্পতিবারের জোড়া শোক! প্রয়াত করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর

বৃহস্পতিবারের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই আরও এক দুঃসংবাদ এল শিল্প মহলে। প্রয়াত হলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুর। বৃহস্পতিবার, ১২ জুন, ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। করিশ্মা কাপুরের সঙ্গে তাঁর বর্তমান কোনো সম্পর্ক না থাকলেও, তাদের দুই সন্তান সামাইরা এবং কিয়ানের বাবা হওয়ায় অভিনেত্রীর পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া।

পোলো ম্যাচ চলাকালীন আকস্মিক অসুস্থতা
জানা গেছে, সঞ্জয় কাপুর একটি প্রাইভেট পোলো ম্যাচে অংশ নিতে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। লেখক ও সমাজ বিশ্লেষক সুহেল শেঠ সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন। সুহেল শেঠ তার পোস্টে সঞ্জয় কাপুরকে একজন উদ্যোক্তা এবং চমৎকার মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

শেষ পোস্টে বিমান দুর্ঘটনার শোক, যেন নিয়তির নির্মম পরিহাস
সঞ্জয় কাপুরের সোশ্যাল মিডিয়া থেকে তাঁর শেষ পোস্টটি ভাইরাল হয়েছে। কাকতালীয়ভাবে, তাঁর শেষ পোস্টটিও ছিল আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে, যেখানে তিনি শোক প্রকাশ করেছিলেন। কে জানত, সেটাই হবে তাঁর জীবনের শেষ পোস্ট! এই ঘটনা যেন নিয়তির এক নির্মম পরিহাস হিসেবে দেখা দিয়েছে, যা শোকাহত মানুষকে আরও স্তম্ভিত করেছে।

বৈবাহিক জীবন ও পারিবারিক বন্ধন
সঞ্জয় কাপুর ২০০৩ সালে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। যদিও মাত্র ১১ বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ। ২০১৪ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সঞ্জয় কাপুর প্রিয়া সাচদেবকে বিয়ে করেন এবং তাঁদের একটি ছেলে রয়েছে, যার নাম আজারিয়াস কাপুর। করিশ্মা কাপুরের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হলেও, দুই সন্তানের বাবা হিসেবে তিনি পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার মৃত্যুতে দুই পরিবারেই শোকের আবহ নেমে এসেছে।

একই দিনে দেশের দুটি বড় ঘটনা – আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং সঞ্জয় কাপুরের আকস্মিক প্রয়াণ – শোকের আবহ তৈরি করেছে। দেশের মানুষ যখন বিমান দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে শোকে মূহ্যমান, ঠিক তখনই এই শিল্পপতির মৃত্যু সংবাদ সেই শোককে আরও বাড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy