বাবা হওয়ার প্রহর গুনছেন ভিকি কৌশল! ‘এটা জীবনের সেরা আশীর্বাদ’, ক্যাটরিনার ডেলিভারি নিয়ে ইঙ্গিত দিলেন অভিনেতা

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জীবনে খুব শীঘ্রই নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। অন্তঃসত্ত্বা ক্যাটরিনা যে কোনও দিন তাঁদের সংসারে খুশির খবর শোনাতে পারেন। সেপ্টেম্বরে এই স্টার কাপল তাঁদের জীবনে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করার পর, হবু বাবা ভিকি এই জার্নিকে “জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ” বলে ব্যাখ্যা করেছেন।

বিশেষ দিনের অপেক্ষায় হবু বাবা ভিকি
সম্প্রতি মুম্বইয়ের যুবা কনক্লেভ নামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভিকি। সেখানেই সঞ্চালক তাঁর জীবনের নতুন সার্কেলে প্রবেশ নিয়ে প্রশ্ন করেন। বাবা হতে চলার এই মুহূর্তগুলো কেমন উপভোগ করছেন, সেই প্রশ্নের উত্তরে ভিকি জানান, তিনি ওই বিশেষ সময়টার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

অভিনেতার কথায়,

“আমি ওই সময়টার অপেক্ষায় রয়েছি। আমার মনে হয় এটা জীবনের সেরা আশীর্বাদ। দুর্দান্ত সময় প্রায় এসে গিয়েছে বলা যায়। ফিঙ্গারস ক্রসড।”

ভিকির এই মন্তব্যের মধ্য দিয়ে অনুরাগীরা অনুমান করে নিয়েছেন যে, জুনিয়র কৌশল খুব শীঘ্রই ধরাধামে (Katrina Kaifs delivery) আসতে চলেছে এবং অপেক্ষার পালা আর খুব বেশিদিনের নয়।

আবেগপ্রবণ ভিকি আরও বলেন, “আমার তো মনে হচ্ছে বাবা হওয়ার পর আমি ঘর থেকেই বেরোবো না।” অর্থাৎ, সন্তানের সঙ্গে লম্বা সময় কাটানোর জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি।

পরিবারের উচ্ছ্বাস
শুধু ভিকিই নন, পরিবারের সকলের মধ্যেই এই বিশেষ মুহূর্ত ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই মাসের শুরুতে কাকা হতে চলা সানি কৌশলও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

সানি মুম্বইয়ে এক ইভেন্টে অংশ নিতে এসে বলেন, “এটা সত্যিই ভীষণ খুশির খবর। বাড়ির সকলে ভীষণ এক্সাইটেড। আবার একটু নার্ভাসও বটে। আসলে আমরা সকলেই বিশেষ সেই দিনটার অপেক্ষা করছি।”

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের ফোর্ট বারওয়ারার রাজকীয় অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের প্রায় চার বছর পর এই জুটি দুই থেকে তিন হতে চলেছেন। গত মাসে ইনস্টাগ্রামে মিষ্টি একটি ছবি শেয়ার করে তাঁরা এই সফরের কথা ঘোষণা করেছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy