বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। গত ১৫ জুলাই, মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। দম্পতির তরফে আগেই এই খুশির খবর জানানো হয়েছিল। সন্তানকে পেয়ে স্বামী-স্ত্রীর জীবনে পূর্ণতা এসেছে এবং বাবা-মায়ের নতুন দায়িত্বে তাঁদের জীবন বদলাতে চলেছে।
সন্তান জন্মের পর দুদিন হাসপাতালে থাকার পর আজ শুক্রবার, ১৮ জুন (উল্লেখ্য: প্রদত্ত তথ্য অনুযায়ী তারিখটি ১৮ জুন, যদিও চলতি মাসের ১৮ জুলাই) একরত্তিকে নিয়ে বাড়ি ফিরলেন সিড এবং কিয়ারা। পাপারাৎজিদের কাছে সিদ্ধার্থ আগেই অনুরোধ করেছিলেন, এই সময়ে যেন তাঁরা নবজাতিকার ছবি তোলা থেকে বিরত থাকেন। আজ কালো কাঁচে ঢাকা গাড়িতে চেপে তারকা দম্পতি নিজেদের বাড়ির পথে রওনা দেন।
এই নতুন সদস্যের আগমনে মালহোত্রা ও আডবাণী পরিবারে খুশির আমেজ। ভক্তরাও নবজাতিকার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। তারকা দম্পতির জীবনে এখন নতুন অধ্যায় শুরু হলো, যেখানে তাদের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে তাদের ছোট্ট কন্যা সন্তান।
View this post on Instagram