নিভে গেল সঞ্জয় কাপুরের জীবন! ঠিক কি ঘটেছিল করিশ্মার প্রাক্তন স্বামীর সঙ্গে?

কল্পনারও অতীত এক মর্মান্তিক ঘটনা। পোলো খেলতে গিয়েই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (৫৩)। বৃহস্পতিবার বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তবে সূত্র বলছে, সঞ্জয় কাপুরের এই হৃদরোগে আক্রান্ত হওয়ার নেপথ্যে রয়েছে এক অদ্ভুত এবং অপ্রত্যাশিত কারণ – একটি মৌমাছি!

মৌমাছির বিষক্রিয়া, মুহূর্তেই শেষ প্রাণ
পোলো খেলার প্রতি সঞ্জয়ের গভীর ভালোবাসা ছিল। যখনই সুযোগ পেতেন, তখনই তিনি মাঠে নেমে পড়তেন। বৃহস্পতিবার বিকেলেও তিনি পোলো খেলতে গিয়েছিলেন। প্রয়াত সঞ্জয় কাপুরের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পোলো খেলার সময়ই হঠাৎই একটি মৌমাছি সঞ্জয়ের মুখে ঢুকে যায় এবং গলার ভিতরে কামড়ে দেয়। বিপদ আঁচ করতে পেরেই তৎক্ষণাৎ সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তাঁর শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। চিকিৎসকদের কথায়, এই বিষক্রিয়ার কারণেই সঞ্জয় কাপুর হৃদরোগে আক্রান্ত হন এবং চোখের নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এক ক্ষুদ্র পতঙ্গের কামড় যে এত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তা যেন অবিশ্বাস্য।

করিশ্মা কাপুরের জীবনে শোকের ছায়া: বিচ্ছেদের পরেও অটুট ছিল সন্তানের বাঁধন
২০০৩ সালে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে সঞ্জয় কাপুরের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তানও রয়েছে – কন্যা সামাইরা এবং পুত্র কিয়ান রাজ কাপুর। তবে কয়েক বছরের মধ্যেই তাঁদের দাম্পত্যে অশান্তি শুরু হয় এবং ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদ হলেও, করিশ্মা ও সঞ্জয়ের মধ্যে সন্তানদের কারণে দেখা সাক্ষাৎ ছিল। প্রাক্তন স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই করিশ্মা কাপুর ভেঙে পড়েছেন। তাদের সম্পর্কের জটিলতা ছাপিয়ে এই অপ্রত্যাশিত প্রয়াণ যেন এক গভীর বিষাদ এনেছে।

বলিউড ও ব্যবসায়ী মহলে শোকের আবহ
এই অস্বাভাবিক মৃত্যু বলিউড এবং ব্যবসায়ী মহলে শোকের ছায়া ফেলেছে। অনেকেই মৌমাছির কামড়ে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় বিস্মিত। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বলিউড অভিনেতা বিক্রান্ত মাসের ভাইয়ের মৃত্যুর খবরও এই সময়ে শোকের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সঞ্জয় কাপুরের অকাল প্রয়াণ তাঁর পরিবার এবং বন্ধুমহলে এক অপূরণীয় ক্ষতি। জীবনের এই আকস্মিক পরিসমাপ্তি আবারও প্রমাণ করল, জীবন কতটা অপ্রত্যাশিত এবং ভঙ্গুর হতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy