নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর অবশেষে নতুন জীবন শুরু করলেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শোনা যাচ্ছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যদিও এই দম্পতি আনুষ্ঠানিকভাবে এখনও তাদের বিয়ের খবর নিশ্চিত করেননি।
একটি সূত্রকে উদ্ধৃত করে খবর প্রকাশ করা হয়েছে যে, সামান্থা এবং রাজ সোমবার সকালে গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়েটি তামিলনাড়ুর ঈশা যোগা সেন্টারের লিঙ্গ ভৈরব মন্দিরে সম্পন্ন হয়েছে। জানা গেছে, এটি ছিল এক্কেবারে ব্যক্তিগত পরিসরে আয়োজিত অনুষ্ঠান, যেখানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। সামান্থা বিয়ের সময় ঐতিহ্যবাহী লাল রঙের শাড়ি পরেছিলেন।
রাজের প্রাক্তন স্ত্রীর রহস্যময় পোস্ট:
রবিবার রাত থেকেই সামান্থা ও রাজের বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল। রাজ এবং সামান্থা, উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে (Sshyamali De) এই জল্পনা আরও বাড়িয়ে দেন। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন, যেখানে লেখা ছিল: “হঠকারী মানুষরা হঠকারী কাজ করে।” এই পোস্টের পরই সামান্থা এবং রাজের বিয়ের খবর নিয়ে জোর আলোচনা শুরু হয়। রাজ এবং শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০২২ সালে।
উল্লেখ্য, সামান্থার প্রথম বিয়ে হয়েছিল নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে। তাঁদের বিচ্ছেদের পর নাগা চৈতন্যও অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন। সামান্থা ও রাজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের জল্পনা শুরু হয়।