দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে টলিউড! দেব, জিৎ, কোয়েল-সহ তাবড় তারকাদের উপস্থিতিতে টেকনিশিয়ানস স্টুডিয়োর বিজয়া সম্মিলনী জমজমাট

শুক্রবার সন্ধ্যায় টেকনিশিয়ানস স্টুডিয়োতে বসেছিল টলিউডের তারকাদের মিলনমেলা। ফেডারেশন কর্তার ডাকে ইন্ডাস্ট্রির কলাকুশলী থেকে কুশীলবরা হাজির হয়েছিলেন এক ছাদের তলায়, বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে। এই জমজমাট সন্ধ্যায় তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পরিচালক, প্রযোজক, অভিনেতা ও টেকনিশিয়ানরা— সকলে দ্বন্দ্ব-বিবাদ ভুলে এক পরিবারের মালায় বাঁধা পড়লেন। এদিন মঞ্চে ফেডারেশনের সভাপতি কলাকুশলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন:

“যেসব টেকনিশিয়ানদের কাজ শেষ হওয়ার পর উপার্জনের পথ থাকে না, তাদের জন্য ফেডারেশন পেনশন স্কিম চালু করছে। থাকছে আরও অনেক রকমের সুযোগ সুবিধা।”

উপস্থিত ছিলেন যাঁরা:

অনুষ্ঠানে হাজির ছিলেন দেব, জিৎ, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, আবির চট্টোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, দীপঙ্কর দে, জুন মালিয়া, দোলন রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ বহু তারকা ও শিল্পী। এছাড়াও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং রাজনৈতিকভাবে বিপরীত মতাদর্শের পরিচালক অনীক দত্ত ও ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাস এক ফ্রেমে ধরা পড়েন।

অভিনেতা আবির চট্টোপাধ্যায় টেকনিশিয়ানদের গুরুত্ব তুলে ধরে বলেন, “যাঁদেরকে আমরা পর্দায় দেখতে পাই না তাঁদের ডাকে আজ এসেছি। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ কোনো কিছুই এঁদের ছাড়া তৈরিই হয় না।” অভিনেত্রী কোয়েল মল্লিক এবং অভিনেতা রঞ্জিত মল্লিকও অনুষ্ঠানে এসে নিজেদের আনন্দ প্রকাশ করেন।

মতপার্থক্য ভুলে একতা:

পরিচালক অনীক দত্ত এই উদ্যোগকে সাধুবাদ জানান। ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাস বলেন, “আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু আমরা এক ইন্ডাস্ট্রির মানুষ। সকলে এর ভালো চাই। অনীক দা’র মতো একজন মানুষ ইন্ডাস্ট্রিকে অন্য দিশা দিয়েছেন। তিনি আসায় আমরা সমৃদ্ধ।”

প্রযোজক নীলাঞ্জনা শর্মা মন্তব্য করেন, “এই জমায়েতটা দরকার ছিল। আমার মনে হয় যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সব চ্যানেল, ফেডারেশন এবং প্রযোজকদের পক্ষ থেকে সবাই মিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। এটা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক দিক।”

জিত-দেব-এর ‘দুই পৃথিবী ২’ জল্পনা:

সৌহার্দ্য বিনিময়ের মাঝে দেব এবং জিৎ-এর কাছে সবাই মজা করে ‘দুই পৃথিবী 2’ তৈরির জন্য বায়না করেন। জবাবে জিৎ বলেন, “প্রস্তাবটা প্রযোজকের কাছে যাওয়া উচিত।” অন্যদিকে, মন্ত্রী অরূপ বিশ্বাস পরের বছর এহেন বিজয়া সম্মিলনী আয়োজন করার জন্য দেব এবং জিৎ-কে দায়িত্ব দেন। সম্মতি জানান দেবও।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy