সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর সানডে স্পেশাল এপিসোডে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। সেখানেই তিনি কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্ক এবং মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেন। সেই অনুষ্ঠানের রেশ ধরেই এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে কাঞ্চন-পত্নী দেখালেন, ছোট্ট কৃষভি কীভাবে চোখ বড় বড় করে মাকে দেখছে এবং মায়ের গল্প শুনছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়। এর ঠিক এক মাস পরেই, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, কাঞ্চন ও শ্রীময়ী আইনি বিয়ে সারেন। এরপর মার্চ মাসে তাঁদের সামাজিক বিয়ে হয় এবং নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের কন্যা কৃষভি।
‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে শ্রীময়ী কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। অভিনেত্রী জানান, “আমি এখন একটু গোছানো হয়ে গিয়েছি। আগে দায়িত্ববোধ ছিল না। কম্প্রোমাইজ করার দরকার পড়ত না। বিয়ের পরও ছিল না, প্রেমিকা হিসেবেও ছিল না। তবে মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে। আগে রাত করে ঘুমোতে যেতাম, অনেক দেরিতে উঠতাম। এখন ঠিক ৫টায় একটা অ্যালার্ম বাজে, মেয়ের কান্না। তোমার চোখ ঢুলে যাচ্ছে, কিন্তু ফিড করাতেই হবে। কোথাও গেলে মনে হয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি। একটু জলদি ফিরে ওর মুখটা দেখি।”

কাঞ্চন প্রসঙ্গে শ্রীময়ীকে বলতে শোনা যায়, “বাবা হিসেবে তুমি যদি বলো, তাহলে ১০০০-এ ১০০০ দেব। প্রেমিক হিসেবে ১০০-তে ১০০ দেব। ওরকম রোগা কাঞ্চন বাইরে, ভিতরে এমন একটা প্রেমসুলভ আচরণ, যার জন্য আমি ফুরফুর করে উড়ছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে প্রেমসত্ত্বাটা বেরিয়ে যায়, যখন প্রেমিক হিসেবে থাকে।”
এদিকে, শ্রীময়ীর শেয়ার করা স্টোরিতে সবার নজর কেড়েছে মিষ্টি কৃষভি। বর্তমানে তার বয়স ৮ মাস। টিভিতে মাকে দেখে সে বেশ উচ্ছ্বসিত। উল্লেখ্য, প্রেগন্যান্সির পর শ্রীময়ীর ছোট পর্দায় প্রথম কাজ ছিল ‘বুলেট সরোজিনী’। যদিও সেই কাজটি তিনি মাসখানেক করেই ছেড়ে দেন। এই ধারাবাহিকে কৃষভির মাকে পর্দায় শাশুড়ি এবং কয়েক সন্তানের মা হিসেবে দেখানো হয়েছিল। শ্রীময়ীর দাবি, এই বয়সে (মাত্র ২৯) এতগুলো সন্তানের মা হিসেবে চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে তিনি পারছেন না।