“তিনি আমাদের দেবতার মতো!” অটলবিহারীর জন্মদিনে আবেগপ্রবণ মিঠুন চক্রবর্তী, দিলেন বড় বার্তা

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে আবেগঘন শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপি নেতা তথা মেগাস্টার মিঠুন চক্রবর্তী। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাজপেয়ীকে ‘দেবতাতুল্য’ বলে অভিহিত করেন। মিঠুন বলেন, “তিনি আমাদের দেবতার মতো। তাই তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে এসে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।”

বাজপেয়ীর আদর্শই প্রেরণা: মিঠুন চক্রবর্তী জানান, অটলবিহারী বাজপেয়ী কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন ভারতের নৈতিক মানদণ্ড এবং দেশপ্রেমের অনন্য প্রতীক। তাঁর কথায়, “বাজপেয়ীর নেতৃত্বের সময় আমরা যে সংহতি, ধৈর্য এবং মানবিক মূল্যবোধ দেখেছি, তা আজও আমাদের প্রেরণা জোগায়। তাঁর আদর্শ ও দর্শনের সঙ্গে আমাদের আত্মিক সংযোগ রয়েছে।” আন্তর্জাতিক কূটনীতি থেকে শুরু করে দেশের নিরাপত্তা— সব ক্ষেত্রেই বাজপেয়ীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ‘মহাগুরু’।

বাংলাদেশ ইস্যুতে তাৎপর্যপূর্ণ মন্তব্য: বর্তমানে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নিয়েও এদিন মুখ খোলেন মিঠুন। তিনি স্পষ্ট জানান, ভারত সরকার বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন। মিঠুন বলেন, “আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।” প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে মোদী সরকার যে সক্রিয়, মিঠুনের মন্তব্যে সেই প্রতিফলনই পাওয়া গিয়েছে।

বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা: প্রাক্তন প্রধানমন্ত্রীর শৃঙ্খলা ও নৈতিকতাকে বর্তমান রাজনীতির পাঠ্যবই হিসেবে উল্লেখ করেন মিঠুন চক্রবর্তী। তিনি মনে করেন, বাজপেয়ীর দেখানো ন্যায়বিচার এবং কূটনৈতিক সচেতনতার শিক্ষা আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে পথ অটলবিহারী দেখিয়ে গিয়েছেন, সেই পথেই আধুনিক ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এই মহাতারকা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy