টিআরপি নয়, নতুন ধারাবাহিক আনতেই কোপ! রণিতা দাশের নতুন শো ‘ও মোর দরদিয়া’-র জন্য বন্ধ হচ্ছে ‘কথা’?

ধারাবাহিক শুরু হলে শেষ হবে, এটাই দস্তুর— তবুও প্রিয় শো বন্ধ হওয়ার খবরে মন মানে না ভক্তদের। খবর রটেছে, স্টার জলসা-র দুটি জনপ্রিয় ধারাবাহিক— ‘কথা’ এবং ‘গীতা এলএলবি’ নাকি শেষ হতে চলেছে! টিআরপি তালিকায় প্রথম তিনে না থাকলেও, ‘কথা’-য় সাহেব ও সুস্মিতা-র অনস্ক্রিন সমীকরণ বরাবরই দর্শকদের দারুণ পছন্দের। কিন্তু এবার সেই ধারাবাহিকই বন্ধ হওয়ার পথে।

রণিতার প্রত্যাবর্তনে কোপ পড়ছে ‘কথা’-য়
জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাশ। সূত্র মারফত খবর, এই নতুন ধারাবাহিককেই স্লট দিতে গিয়েই নাকি কোপ পড়তে চলেছে ‘কথা’-র ওপর।

শোনা যাচ্ছে, আগামী ৭ অক্টোবর থেকে সন্ধে ৭টায় শুরু হবে ‘ও মোর দরদিয়া’। যদিও, চ্যানেল কর্তৃপক্ষ বা ‘কথা’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা— কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

‘গীতা এলএলবি’-র শুটিংও শেষ!
অন্যদিকে, আরও একটি দুঃসংবাদ শোনা যাচ্ছে। সূত্র জানাচ্ছে, চিত্রাঙ্গদা শতরূপা অভিনীত ধারাবাহিক ‘গীতা এলএলবি’-র শুটিংও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

এই চ্যানেলে মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক-সহ আরও বেশ কিছু নতুন মেগা শুরু হচ্ছে। আর সেই কারণেই পুরনো ধারাবাহিকগুলির ওপর কোপ পড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, ‘কথা’ ধারাবাহিকের অভিনেতা সাহেব ও অভিনেত্রী সুস্মিতার অনস্ক্রিন রসায়ন এতটাই হিট যে বহুবার তাঁদের প্রেমের গুঞ্জনও রটেছে। তবে তাঁরা প্রতিবারই সেই গুঞ্জন অস্বীকার করেছেন। প্রিয় এই জুটির অনস্ক্রিন জার্নি কি তবে এবার শেষের পথে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy