জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ আবারও টিআরপি তালিকায় নিজেদের দাপট বজায় রাখছে। বেশ কয়েক সপ্তাহ প্রথম স্থান হাতছাড়া হলেও, গত সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে ফের শীর্ষস্থান দখল করেছিল পারুল-রায়ান। চলতি সপ্তাহেও মেগাটির ফল বেশ ভালো। দর্শক মনে ধরেছে গ্রামের মেয়ে পারুলের লড়াই এবং তার বুদ্ধিমত্তার কাছে শ্বশুরবাড়ির সকলের হার মানার গল্প।
রোম্যান্স নয়, চলছে পারিবারিক প্ল্যান
যদিও শত চেষ্টা করেও পারুল এবং রায়ানের মধ্যে ভাব জমছে না, পারুলকে স্ত্রী হিসাবে মেনে নেয় না রায়ান। তবুও পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না এই জুটি। সম্প্রতি পারুলের বোন টগর ও রায়ানের ভাই মল্লারের কেমিস্ট্রিও দর্শকের মন কেড়েছে। তবে এখন রোম্যান্সকে দূরে সরিয়ে গল্পে এসেছে নতুন এক চমক।
কেন লন্ডন পাড়ি পারুলের?
গল্পের মোড় অনুযায়ী, পারুলের দাদার সঙ্গে রুক্মিণীর সম্পর্ক ভেঙে যাওয়ায়, অভিমান করে পারুলের রুকুদিদি চলে গিয়েছেন লন্ডনে। এদিকে, পারুলের বাড়ির লোক তার দাদার আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই খবর জানতে পেরেই পারুল স্থির করে, দাদা এবং রুকুকে যেকোনো মূল্যে মিল করাবে।
এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে পারুল এবার এক বিরাট পদক্ষেপ নিল— সে রুকুকে ফিরিয়ে আনতে লন্ডন পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়!
রায়ান প্রথমে এই অচেনা জায়গায় একা পারুলের যাত্রা নিয়ে চিন্তা করলেও, পারুল তাকে আশ্বস্ত করে জানায়, রুকুকে না নিয়ে সে কিছুতেই ফিরবে না। দাদা আর রুকুদিদির মিল করিয়ে তবেই সে শান্তি পাবে।
আগামী পর্বে আসছে চরম সাসপেন্স!
লন্ডনে গিয়ে কি পারুল সহজেই রুকুকে খুঁজে পাবে? নাকি অচেনা দেশে নতুন কোনও বিপদের মুখে পড়বে গ্রামের এই শিক্ষিত মেয়ে? এই প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হচ্ছে ধারাবাহিকের আগামী পর্বগুলি। পারুলের এই লন্ডন যাত্রা ‘পরিণীতা’র টিআরপি ধরে রাখার অন্যতম হাতিয়ার হতে চলেছে বলে মনে করছেন নির্মাতারা।