জন্মদিনে অভিনব উপহার দিলেন অমিতাভ বচ্চন, ৬৫৯০০০০০ টাকায় আলিবাগে ৩টি জমি কিনে হলেন শাহরুখ-রণবীরের প্রতিবেশী

গত ১১ অক্টোবর ৮৩তম জন্মদিনে পা দিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কেক কাটা ও অনুরাগীদের সঙ্গে দেখা করা ছাড়াও, এই বছর তিনি নিজেকেই দিলেন এক বড়মাপের উপহার! আর সেই উপহার কিনতে অমিতজি খরচ করলেন ৬ কোটি ৫৯ লাখ টাকা (৬,৫৯,০০,০০০ টাকা)।

আলিবাগে ৩টি প্লট কিনলেন বিগ বি
মুম্বইয়ের জলসা ও প্রতীক্ষার পর এবার বিগ বি কিনে ফেললেন আলিবাগে জমি। এর ফলে তিনি শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির মতো তারকাদের প্রতিবেশী হতে চলেছেন।

ঠিকানা: আলিবাগের মুনাভলিতে মোট তিনটি প্লট কিনেছেন অমিতাভ।

জমির মাপ: তিনটি প্লটের মোট মাপ ৮,৮৮০ স্কোয়ার ফিট (৩,৭৬০, ২,৫৮০, ২৫৪০ স্কোয়ার ফিট)।

খরচ: জানা গিয়েছে, এই জমির দাম ৬ কোটি ৫৯ লাখ টাকা। এছাড়াও তিনি স্ট্যাম্প ডিউটির জন্য ৩৯ লাখ ৫৮ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি দিয়েছেন ৯০ হাজার টাকা।

অযোধ্যায় বাড়ছে সম্পত্তি
আলিবাগ ছাড়াও, রাম জন্মভূমির প্রতি ভালোবাসা স্পষ্ট করে অমিতাভ বচ্চন অযোধ্যায় এই নিয়ে চতুর্থ জমিটি কিনলেন। তাও আবার রামমন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।

নতুন বিনিয়োগ: তথ্য বলছে, নতুন কেনা ২৫ বর্গফুটের এই জমিটি একেবারে সরযূ নদীর তীরে অবস্থিত। এই এলাকায় বিলাসবহুল আবাসন সরযূতে বিগ বি বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা।

৪০ কোটির জমি: গত বছর জানুয়ারি মাসে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫,৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন অমিতাভ। এবার যেটি কিনলেন তার দাম ৪০ কোটি টাকা।

পৈতৃক সম্পত্তি: এর আগে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের ট্রাস্টের নামেও অযোধ্যায় ৫৪ হাজার বর্গফুটের আরেকটি জমি রয়েছে।

নতুন কেনা এই জমি নিয়ে বিগ বি কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে এই বিপুল বিনিয়োগের ঘটনা জন্মদিনে তাঁর অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy