জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের অনুরাগীদের জন্য এক দারুণ সুখবর দিলেন—তাঁরা আবারও বাবা-মা হতে চলেছেন! সোমবার, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন এই সেলেব-দম্পতি।
পাহাড়ে প্রকাশ্যে ‘বেবি বাম্প’
ভারতী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হর্ষ তাঁকে আলতো করে জড়িয়ে ধরেছেন। আর ভারতী আনন্দের হাসি মুখে নিজের ‘বেবি বাম্পে’ হাত রেখেছেন।
ছবিটির ক্যাপশনে সরলভাবে তাঁরা লিখেছেন, “We are pregnant again” (আমরা আবারও অন্তঃসত্ত্বা)। এই একটিমাত্র লাইনেই হাসি ফুটেছে তাঁদের অসংখ্য অনুরাগীদের মুখে। এর মানে, তাঁদের প্রথম সন্তান লক্ষ্য, যাকে আদর করে ‘গোল্লা’ নামে ডাকা হয়, সে এবার দাদা হতে চলেছে!
শুভেচ্ছার বন্যায় ভাসছেন দম্পতি
ভারতী ও হর্ষের এই খবরে বলিউড ও টেলিভিশন দুনিয়ার বহু তারকা আপ্লুত। পরিণীতি চোপড়া, নীতি টেলর, পার্থ সমথান সহ আরও অনেকে তাঁদের কমেন্ট বক্সে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
প্রসঙ্গত, ভারতী ও হর্ষ ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২২ সালের এপ্রিল মাসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য-এর জন্ম হয়। প্রথম সন্তান হওয়ার পর থেকেই তাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে এবং ইউটিউব ভ্লগে বারবার জানিয়েছেন যে, তাঁরা আরও এক সন্তানের জন্ম দিতে চান।
‘এবার একটা মেয়ে হলে ভালোই হবে’
একবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতী হেসে বলেছিলেন, “দুটি সন্তান থাকা উচিত—একজন ছেলে, একজন মেয়ে। আমাদের তো ছেলে রয়েছে, এবার একটা মেয়ে হলে ভালই হবে!”
বর্তমানে ‘গোল্লা’কে ঘিরেই তাঁদের ভরা সংসার, আর এখন সেই ভালোবাসায় যোগ হতে চলেছে নতুন এক সদস্য। অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য।