বাংলা বিনোদন জগতে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী গাড়ি দুর্ঘটনার শিকার হলেন। তাঁর অভিনীত ‘একেন বাবু’ চরিত্রটি আট থেকে আশির কাছে অত্যন্ত প্রিয়। এমন জনপ্রিয় অভিনেতার সঙ্গে এই ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দুর্ঘটনার বিবরণ
আজ সকালে (শনিবার) অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তাঁর গাড়িতে করে চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ভলভো বাস অভিনেতার গাড়িতে সজোরে ধাক্কা মারে।
ক্ষয়ক্ষতি: দুর্ঘটনার জেরে অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ ভেঙে যায়।
ভিড়: জনপ্রিয় অভিনেতার গাড়িতে এমন ঘটনা ঘটায় মুহূর্তেই রাস্তায় ভিড় জমে যায়।
অভিনেতার অবস্থা
দুর্ঘটনার পর অনির্বাণ চক্রবর্তী স্থানীয় থানায় যোগাযোগ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিনেতার কোনো বড়সড় আঘাত লেগেছে কিনা, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, তিনি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসের চালকের খোঁজ চালানো হচ্ছে।