বলিউড বাদশা শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ডন’ ছবিটি বলিউডে বেশ সফল হয়েছিল। কিন্তু এই ছবির মুক্তির পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরমহলে গুঞ্জন শুরু হয়, যা একসময় এতটাই তীব্র হয় যে কিং খানের দাম্পত্য জীবনও প্রশ্নের মুখে পড়ে যায়। এই বিতর্ক বহু বছর কেটে গেলেও আজও রহস্যেই মোড়া রয়ে গেছে।
প্রিয়াঙ্কা-গৌরীর বন্ধুত্ব থেকে শাহরুখের সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’
এক সময় প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখের স্ত্রী গৌরীর বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মন্নতে তার নিয়মিত যাতায়াত ছিল, আর সেখান থেকেই শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর শাহরুখ প্রিয়াঙ্কাকে একসঙ্গে সিনেমায় কাজের প্রস্তাবও দেন। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল।
এরপরই গুজব ছড়াতে শুরু করে যে, শাহরুখের সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন প্রিয়াঙ্কা। এ বিষয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়। সবচেয়ে বড় যে গুঞ্জনটি রটেছিল, তা হলো—শাহরুখ নাকি প্রিয়াঙ্কাকে বিদেশে গিয়ে গোপনে বিয়ে করেছেন!
এই সব জল্পনার মধ্যেই মন্নতের অন্দরমহল নিয়েও একের পর এক খবর রটতে থাকে। শোনা যায়, শাহরুখের সংসার ছেড়ে এক কাপড়ে নাকি বেরিয়ে গিয়েছিলেন গৌরী খান, সোজা চলে গিয়েছিলেন দিল্লিতে, তাঁর মায়ের বাড়িতে।
খবর সামনে আসে যে, স্ত্রী গোঁসা করে বাপের বাড়িতে চলে গেছেন। শাহরুখ গৌরীকে প্রচণ্ড ভালোবাসেন, তাই প্রিয়াঙ্কার কারণে তাদের সম্পর্ক নষ্ট হোক, তা তিনি কখনওই চাননি। এরপরই শাহরুখ প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করেন এবং দিল্লিতে চলে যান। গৌরীকে বুঝিয়ে-সুঝিয়ে তিনি আবার মুম্বইয়ে ফিরিয়ে আনেন। শোনা যায়, গৌরীর শর্ত ছিল, তার সঙ্গে থাকতে হলে প্রিয়াঙ্কার সঙ্গে কোনও যোগাযোগ রাখা চলবে না। শাহরুখ নাকি স্ত্রীর এই শর্তকে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।
নীরব গৌরী, অমীমাংসিত রহস্য
যদিও বলিউডের অন্দরমহলের একাংশ এই খবরকে নিছকই রটনা বলে দাবি করে। তাদের মতে, গৌরী খান নাকি মোটেও মন্নত ছেড়ে যাননি। তবে, এই প্রসঙ্গে গৌরী খান নিজে কখনওই মুখ খোলেননি, যা রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। একটা সময় গৌরী ও প্রিয়াঙ্কার মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল, যদিও বর্তমানে তাদের আর একসঙ্গে দেখা যায় না।
সেই বিতর্কের পর বহু বছর কেটে গেছে। এখন শাহরুখ এবং প্রিয়াঙ্কা দুজনেই নিজেদের পরিবার ও কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত। এই গুঞ্জনগুলো কতটা সত্যি ছিল, তা আজও রহস্যেই মোড়া। তবে বলিউডের ইতিহাসে এই অধ্যায়টি চিরকালই একটি ‘আনসলভড মিস্ট্রি’ হয়ে থাকবে।