এ কী কাণ্ড! মাঠানকে ঠকালো দাদু? পুতুল-ময়ূখের সামনেই হাঁটুর বয়সী মেয়ের হাত ধরে বাড়িতে প্রবেশ, কে এই নতুন মহিলা?

সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’-তে আসছে এক বিরাট মোড়, যা পুতুল ও ময়ূখের জীবনে নতুন ঝড় আনতে চলেছে। সমাজের চোখে দুর্বল ও অশিক্ষিত কিন্তু অদম্য জেদি মেয়ে ‘পুতুল’ ওরফে খেয়ালী মণ্ডল এবং তার পাশে ঢালের মতো থাকা ‘ময়ূখ’ ওরফে সৈয়দ আরেফিনের জুটি শুরু থেকেই দর্শকের প্রিয়। কিন্তু এবার তাদের সামনে হাজির হয়েছে এক অপ্রত্যাশিত বিপদ।

পারিবারিক দায়িত্বের কাঁটা ও নতুন চমক
সম্প্রতি সন্তান জন্ম দিতে গিয়ে পুতুল একপ্রকার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এরপর থেকে ময়ূখ তাদের সন্তানকে আগলে রাখলেও, নতুন এক সমস্যা এসে কড়া নাড়ছে।

নতুন দায়িত্ব: মেগার সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, পরিবারের ব্যবসার দায়িত্ব পুতুল ও ময়ূখের হাতে তুলে দিতে চাইছেন মাঠান (শাশুড়ি)।

দাদুর বাধা ও নতুন ‘মাঠান’: ঠিক সেই সময় দাদু বাড়িতে প্রবেশ করেন এবং মাঠানকে বাধা দেন। ময়ূখ দাদুকে দেখে খুশি হলেও, দাদুর হাত ধরে বাড়িতে এক মধ্যবয়সী মহিলাকে ঢুকতে দেখে অবাক হয়ে যায়। সেই মহিলা সোজা এসে ঘোষণা করে— সে-ই পুতুল-ময়ূখের নতুন মাঠান! এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে আসল মাঠানের।

ষড়যন্ত্র নাকি পরকীয়া? আসছে নতুন রহস্য
দাদুর এই কাণ্ড অবাক করেছে পুতুল ও ময়ূখকে। হাঁটুর বয়সী এই মহিলা কে? হঠাৎ এই বয়সে এসে কি দাদু আসল মাঠানকে ঠকালেন? নাকি এই মহিলা কোনো ষড়যন্ত্র নিয়ে এসেছেন?

পুতুল ও ময়ূখের জীবনে একদিকে যেমন পারিবারিক ব্যবসার দায়িত্ব আসার সম্ভাবনা, ঠিক তেমনই অন্যদিকে দাদুর এই রহস্যময়ী সঙ্গিনী নতুন করে পারিবারিক অশান্তি ও ষড়যন্ত্রের বীজ বুনতে পারে। ধারাবাহিকটির আগামী পর্বগুলিতে এই রহস্যের জট কীভাবে খোলে, সেটাই এখন দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy