উষ্ণতা ছড়ালেন সারা, ব্রালেটে লাস্যময়ী যিশু-কন্যা! ছবি দেখে কী মন্তব্য মাম্মা নীলাঞ্জনার

খুব অল্প বয়সেই ছোট পর্দায় হাতেখড়ি হয়েছিল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্তের। সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তাঁর অনবদ্য অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। সেই ছোট পর্দার পাঠ চুকিয়ে, এখন পুরোদমে মডেলিংয়ে মন দিয়েছেন সারা। শুধু তাই নয়, এই অল্প সময়ের মধ্যেই তিনি বাঙালি কন্যে হিসেবে বেশ নাম কামিয়েছেন, এমনকি বড় কিছু আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখও হয়েছেন।

সম্প্রতি বিদেশ সফরে গিয়ে উষ্ণতা ছড়ালেন সারা সেনগুপ্ত। কোনো এক কাজের সূত্রে আপাতত তিনি বিদেশে রয়েছেন। সেখান থেকেই ক্রুজের কিছু ঝলমলে ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। যার মধ্যে নিজের দুটি আকর্ষণীয় ছবিও রয়েছে। সাদা রঙের লং স্কার্ট আর তার সঙ্গে মানানসই ব্রালেট পরে ক্যামেরাবন্দি হয়েছেন সারা। একটি ছবিতে দু’গালে হাত দিয়ে পোজ দিয়েছেন, যা তাঁর মিষ্টি অথচ বোল্ড লুক ফুটিয়ে তুলেছে। অপর ছবিতে তাঁকে দেখা যাচ্ছে পড়ন্ত সূর্যের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে। এই ভিডিওটি পিছন থেকে তোলা, যা এক অন্যরকম মেজাজ এনেছে। আর মেয়ের এই স্টোরিতে সরাসরি মন্তব্য করেছেন মা নীলাঞ্জনা, দিয়েছেন ‘ফায়ার’ ইমোজি, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জনপ্রিয়তা, তবে পরিবারে কি ঝড়?

এই বয়সেই সারার সোশ্যাল মিডিয়ায় আকাশছোঁয়া জনপ্রিয়তা। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি। তবে গত বছরে সারা-র পরিবারে ব্যক্তিগত জীবনে বেশ বড়সড় ঝড় বয়ে গিয়েছে। টলিপাড়ার ভেতরের খবর অনুযায়ী, সারা-র মা-বাবা যিশু ও নীলাঞ্জনা নাকি একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছেন। এমনকী, যিশুর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগও ওঠে, যা টলিউডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আর বাবাকে ফলো করেন না সারা। এমনকি, যিশুও সম্প্রতি নিজের মেয়েকে আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রামে। যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বাবার সঙ্গে সারার একরকম দূরত্ব তৈরি হয়েছে। যদিও বাবার সঙ্গেই কিন্তু ‘উমা’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। সেখানেও পর্দায় তাঁরা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

মাঝে সারা-র বলিউডের সিনেমায় কাজ করার খবর রটেছিল। সেই সময় যিশু-কন্যা নিজেই সেই খবর উড়িয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমি সম্প্রতি কিছু খবর দেখলাম, যেখানে বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনোদিন এটাই সত্যি হবে।” প্রসঙ্গত, নীলাঞ্জনা শর্মারও কেরিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়েই। এরপর তিনি বলিউডেও বেশ নাম করেছিলেন। তবে বিয়ের পর যিশুর সঙ্গে তিনি সব ছেড়ে কলকাতায় চলে আসেন। বর্তমানে নীলাঞ্জনা প্রযোজনাতেই মন দিয়েছেন। ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’ থেকে দু’দুটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy