‘বৌ কথা কও’ ধারাবাহিক খ্যাত অভিনেতা ঋজু বিশ্বাস বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘টক অফ দ্য টাউন’—তবে বিতর্কিত কারণে। বিভিন্ন উঠতি মডেল এবং মহিলাদের ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে ‘শাড়িতে সুন্দর লাগছে’ (You look good in saree) মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশটগুলি ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। অভিযোগকারিণীদের দাবি, অভিনেতা মেসেজ করে তাঁদের উত্ত্যক্ত করেছেন।
মানালি দে-কে নিয়ে ট্রোলিং, ক্ষেপেছেন অভিনেত্রী:
ঋজু বিশ্বাসের বিতর্কে তাঁর প্রাক্তন সহ-অভিনেত্রী এবং ‘বৌ কথা কও’ ধারাবাহিকের তারকা মানালি মনীষা দে-এর নামও জড়ানো হয়েছে। যেহেতু দু’জন একসঙ্গে এই জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন, তাই নেটপাড়ার ট্রোলাররা ঋজুর বিতর্কের সঙ্গে তাঁর নামও জুড়ে দেন।
এতে চরম ক্ষুব্ধ মানালি দে। তিনি তিনটি ভাইরাল হওয়া ছবি পোস্ট করেন, যেখানে ঋজুর মন্তব্যের সঙ্গে তাঁর নাম যুক্ত করা হয়েছে। মানালি হাতজোড় করা ইমোজি ব্যবহার করে লেখেন, “আমি তো কিছু করিনি। আমাকে ছেড়ে দিন প্লিজজজজ।”
অভিনেতার পাল্টা জবাব ও জনমত বিভাজন:
দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দা থেকে দূরে থাকা ঋজু বিশ্বাস এই বিতর্কের পর নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছেন। তিনি স্বীকার করেছেন মেসেজ পাঠানোর কথা, তবে তাঁর দাবি, তিনি কোনও ভুল বা অশালীন মন্তব্য করেননি। তিনি প্রশ্ন তোলেন, “শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়?” এরপরেই তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মূল অভিযোগকারিণীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে সোশ্যাল মিডিয়া এই ঘটনায় দুই ভাগে বিভক্ত। একদল ব্যবহারকারী ঋজুর মন্তব্যকে ‘নিরীহ’ বলে দাবি করেছেন এবং ট্রোলিং বন্ধ করার আবেদন জানিয়েছেন। আরেকজন নেটিজেন ঋজুর মেসেজ শেয়ার করে এটিকে ‘ট্রেন্ডিং’-এ গা ভাসানো বলে উল্লেখ করেছেন।