ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে নতুন সদস্য আসার ঘোষণার পরই এবার বলিউড পাড়ায় তোলপাড় শুরু হয়েছে সোনাক্ষী সিনহার মা হওয়ার খবর নিয়ে! সম্প্রতি মুম্বইয়ের এক হাই-প্রোফাইল ফ্যাশন শো-এ স্বামী জাহির ইকবালের সঙ্গে তাঁকে দেখে এই জল্পনা আরও তীব্র হয়েছে।
কী ঘটল ফ্যাশন শো-এ?
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার বিক্রম ফডনিশের একটি শোতে সলমন খান সহ একাধিক তারকার ভিড় ছিল। সেখানেই স্বামী জাহির ইকবালকে নিয়ে হাজির হন সোনাক্ষী সিনহা। তাঁকে দেখা যায় লাল রঙের একটি ঢিলেঢালা আনারকলি পোশাকে। পোশাকটি যথেষ্ট আলগা হওয়া সত্ত্বেও, নেটিজেনদের চোখ এড়ায়নি সোনাক্ষীর বেবি বাম্প। আর এই দৃশ্য দেখেই বলিউডের গুঞ্জন, খুব শীঘ্রই জাহির-সোনাক্ষীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি!
বিয়ে ও পূর্বের জল্পনা:
২০২৪ সালের জুন মাসে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনাক্ষী। বিয়ের কয়েক মাস কাটতেই প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটেছিল। তবে সে সময় সোনাক্ষী সেই খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তিনি অন্তঃসত্ত্বা নন, বরং তাঁর ওজন কিছুটা বেড়েছে। এরপর থেকে বহুবার মা হওয়ার খবর রটলেও সোনাক্ষী বা জাহির কেউ-ই আর মন্তব্য করেননি।
ভাইরাল ভিডিওতে হইচই:
তবে এবার ফ্যাশন শোয়ে সোনাক্ষীর ঢিলেঢালা পোশাক, চেহারার চাকচিক্য এবং ওড়নায় ঢাকা বেবি বাম্পের ইঙ্গিত দেখেই জোর আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী ও জাহিরের সেই ভিডিও এখন ভাইরাল। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, সোনাক্ষীর শারীরিক ভাষা ও চেহারার পরিবর্তন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, এই তারকা দম্পতির সংসারে নতুন সদস্য আসছে।
যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সোনাক্ষী সিনহা বা জাহির ইকবাল কেউই আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি, কিন্তু বলিউডের অন্দরমহলের খবর, ক্যাটরিনার পর খুব শীঘ্রই সোনাক্ষীও মাতৃত্বের খবর ঘোষণা করতে চলেছেন।