‘৭৫ বছরের বাচ্চাও হতে পারে!’ তমান্নাকে নিয়ে মন্তব্যে অশ্লীল ইঙ্গিত, অভিনেতা অন্নু কাপুরের বিরুদ্ধে কেন ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা?

অভিনেত্রী তমান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia) নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। ৬৯ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতার মন্তব্যকে নেটিজেনরা ‘অশ্লীল’, ‘অবমাননাকর’ ও ‘অসম্মানজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

তমান্নাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য
সম্প্রতি ইউটিউবার শুভঙ্কর মিশ্রার চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অন্নু কাপুরের কিছু মন্তব্য নেটপাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। সেখানে তমান্নার ‘আজ কি রাত’ গানের ক্লিপিংস দেখানো হলে অভিনেতাকে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি বলেন:

“মাশাল্লা ক্যায়া দুধিয়া বদন হ্যায় (ওহ মাই গড, কী রকম দুধের মতো গায়ের রঙ) ৷”

এরপর সঞ্চালক যখন জানান, অনেক মা নাকি বলেছেন ‘আজ কি রাত’ গান শুনতে শুনতে তাঁদের সন্তানরা ঘুমিয়ে পড়ে, তখন অন্নু কাপুর উপহাসের সুরে বলেন, “কত বছর বয়সের বাচ্চা ঘুমিয়ে পড়ে… ৭০ বছরের বাচ্চাও হতে পারে। বোন নিজের গান দিয়ে, শরীর দিয়ে, দুধ সাদা রঙ দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেয়, এটা খুব ভালো কথা। অভিনেত্রী যদি আরও কিছু করতে চান তাহলে ভগবান যেন ওনাকে শক্তি দেন।”

অন্নু কাপুরের এমন মন্তব্যে মেয়েরদের নিয়ে ‘কুরুচিকর ইঙ্গিত’ করা হয়েছে— এই অভিযোগে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন বর্ষীয়ান অভিনেতা কীভাবে মেয়েদের প্রতি এমন ‘জঘন্য’ মন্তব্য করতে পারেন।

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পুরনো বিতর্ক
অন্যদিকে, এই সাক্ষাৎকারে অন্নু কাপুর ২০১১ সালের ‘সাত খুন মাফ’ (Saat Khoon Maaf) সিনেমার সময় প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) সঙ্গে হওয়া পুরনো ‘কিসিং কন্ট্রোভার্সি’ নিয়েও কথা বলেন।

জানা যায়, সেই সময় প্রিয়াঙ্কা বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় অন্নু কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। কারণ হিসেবে তিনি নাকি জানিয়েছিলেন যে, অভিনেতা ‘সুন্দর দেখতে নন’।

সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অন্নু কাপুর বলেন, প্রিয়াঙ্কা অস্বস্তিবোধ করায় তিনি বিশাল ভরদ্বাজকে দৃশ্যটি বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন। যদিও পরিচালক রাজি ছিলেন না, কিন্তু প্রিয়াঙ্কার টিম জোর করায় সেই দৃশ্য হয়নি।

অন্নু কাপুর এই ঘটনা প্রসঙ্গে নিজের পুরনো বক্তব্যেই অটল থেকে বলেন:

“আমি প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকার কাছে অতি নগন্য একটা মানুষ। যদি হিরো হতাম বা সুন্দর দেখতে হতাম তাহলে নিশ্চই কিস করত। এটা তো ঠিক কথা যদি আপনি হিরো হয়ে যান তাহলে অনেক সমীকরণ বদলে যায় ৷”

অভিনেতা আরও জানান, প্রিয়াঙ্কার এই সিদ্ধান্ত পাবলিসিটি স্টান্টও হতে পারে। তবে এই পুরনো বিতর্ক টেনে আনা এবং তমান্নাকে নিয়ে তাঁর মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy