৭২ বছর বয়সে ট্রেন্ডে গা ভাসালেন বিগ বি! গাড়িতে ঝোলানো ভাইরাল ‘লাবুবু’ পুতুল, দেখুন সেই ছবি

বয়স বাড়লেও ট্রেন্ডিং থাকার মন্ত্র ভালোভাবেই জানেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। চলতি বছরের সর্বাধিক চর্চিত সোশ্যাল মিডিয়া ট্রেন্ড #Labubu-তে অবশেষে গা ভাসালেন বিগ বি। যদিও একটু দেরিতেই এই বিষয়ে পোস্ট করেছেন তিনি, তবে তাঁর অনুরাগীরা এতে বেজায় খুশি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেন অমিতাভ। সেখানে দেখা যায়, তাঁর গাড়ির সামনের অংশে ঝুলছে সেই ভাইরাল লাবুবু পুতুল। আর ভিডিওটির নেপথ্যে শোনা যাচ্ছে তাঁর বিখ্যাত ব্যারিটোন ভয়েজ— “Ladies and gentlemen, presenting Labubu now in my car. Hi Labubu, see you tomorrow. Bye.” (আমার গাড়িতে এবার লাবুবু। হাই লাবুবু, আগামীকাল দেখা হবে। বিদায়।)

ভিডিওটির ক্যাপশনে তিনি সংক্ষিপ্ত এক শব্দ “#Labubu” লেখেন, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বাবুল সুপ্রিয়র মন্তব্য:

বিগ বি-র এই পোস্টে মন্তব্য করেছেন অনেক সেলিব্রিটি। গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়ও তালিকা থেকে বাদ পড়েননি। কমেন্ট বক্সে তিনি লেখেন, “হা হা। দ্য অরিজিনাল ওজি!! কণ্ঠস্বর, ভাগ্যবান এই লাবুবু… অমিতাভের সঙ্গে একই বাতাসে শ্বাস নিতে পারছে।”

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পরিবারের বিশেষ সম্মান:

এই ভাইরাল ভিডিও পোস্টের ঠিক আগেই বিগ বি আরও এক আবেগঘন পোস্টে Filmfare Awards 2025-এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। ওই অনুষ্ঠানে বচ্চন পরিবার সম্মানিত হয়েছিল। তিনি লিখেছিলেন— “একটি পরিবার… একসঙ্গে একই পেশায়… এবং একসঙ্গে তিনটি পুরস্কার… ৭০ বছরের ফিল্মফেয়ার সম্মাননা জয়া-কে, সেরা অভিনেতা ২০২৫-এ অভিষেক, আর আমাকে ৭০ বছরের উদযাপনের জন্য পুরস্কৃত করেছে। আমাদের পরম সৌভাগ্য এবং দর্শকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।”

এই অনুষ্ঠানে অভিষেক বচ্চন বাবার জনপ্রিয় গানগুলোর সঙ্গে পারফর্ম করার পর মঞ্চ থেকে নেমে মায়ের পাশে গিয়ে সেই মুহূর্তকে আরও আবেগঘন করে তোলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy