বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) রাজ কুন্দ্রাকে তলব করেছে এবং লক্ষ্মীপুজোর দিনেই শিল্পা শেট্টি তাঁর বাড়িতে দীর্ঘ ‘ম্যারাথন’ জিজ্ঞাসাবাদে অংশ নেন।
মামলাটি শিল্পা শেট্টির প্রাক্তন প্রতিষ্ঠান Best Deal TV Pvt Ltd-এর সঙ্গে যুক্ত।
লুকআউট সার্কুলার জারির পরই জিজ্ঞাসাবাদ
মুম্বাই পুলিশ শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করার পরই এই জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়। গত ১৪ আগস্ট মুম্বাই-ভিত্তিক ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগের ভিত্তিতে জুহু থানায় এই মামলাটি দায়ের করা হয়।
অভিযোগ: অভিযোগে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দম্পতি প্রতারণার মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
জেরার বিষয়: পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিল্পা শেট্টিকে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সংঘটিত আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। অভিনেত্রী বেশ কিছু নথি পুলিশকে সরবরাহ করেছেন, যা বর্তমানে যাচাই করা হচ্ছে।
‘বিনিয়োগের নামে প্রতারণা’
Lotus Capital Financial Services-এর পরিচালক কোঠারির দাবি, ব্যবসায় সম্প্রসারণের জন্য নেওয়া তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, দম্পতি প্রথমে ৭৫ কোটি টাকার ঋণ চেয়েছিলেন। পরে কোঠারিকে বোঝানো হয় যে, টাকা বিনিয়োগ আকারে স্থানান্তর করলে কর কমানো সম্ভব। তাঁকে মাসিক রিটার্ন এবং মূল টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়। বারবার চেষ্টা সত্ত্বেও টাকা ফেরত না পাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন।
যদিও শিল্পা শেট্টি ২০১৬ সালের সেপ্টেম্বরেই কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ করেন, তবুও এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৩ (বিশ্বাসঘাতকতা), ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ও ৩৪ (সাধারণ উদ্দেশ্য) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
কুন্দ্রা পরিবারের বিরুদ্ধে এটি প্রথম আর্থিক অভিযোগ নয়। এর আগে বুলিয়ন ব্যবসায়ী প্রীতিভিরাজ কোঠারিও তাঁদের বিরুদ্ধে গোল্ড ইনভেস্টমেন্ট প্রতারণার অভিযোগ এনেছিলেন। এছাড়া, রাজ কুন্দ্রা ২০২১ সালে পর্নোগ্রাফিক কনটেন্ট মামলায় গ্রেপ্তার হন এবং বর্তমানে বিটকয়েন ফ্রড সম্পর্কিত মানি লন্ডারিং প্রক্রিয়ায়ও তদন্তের মুখোমুখি।