বিনোদন জগতে আরও এক নক্ষত্রপতন। সুরের জাদুতে কোটি মানুষের হৃদয় জয় করা বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও গীতিকার অভিজিৎ মজুমদার আর নেই। রবিবার সকালে ভুবনেশ্বরের এইমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ মজুমদার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নয়, বরং একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপ এবং লিভার সংক্রান্ত গুরুতর সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখেন। কিন্তু রবিবার ভোরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দেন এই গুণী শিল্পী।
ওড়িয়া সঙ্গীত জগতের এক অধ্যায়ের অবসান
ওড়িয়া চলচ্চিত্র এবং সঙ্গীত দুনিয়ায় অভিজিৎ মজুমদার ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর তৈরি অসংখ্য জনপ্রিয় গান আজও দর্শকদের মুখে মুখে ফেরে। সুরারোপের পাশাপাশি সাবলীল লেখনীতে তিনি ফুটিয়ে তুলতেন যাপিত জীবনের গল্প। তাঁর প্রয়াণে ওড়িশার পাশাপাশি গোটা দেশের সঙ্গীত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
লাইফ সাপোর্টেও হলো না শেষরক্ষা: > চিকিৎসকরা জানিয়েছেন, লিভারের সমস্যার কারণে তাঁর শরীরের একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল। শনিবার মধ্যরাত থেকেই তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে পড়েছিল।
শোকের আবহ বিনোদন দুনিয়ায়
রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি। বহু সহকর্মী এবং গুণীজন সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রিয় ‘অভিজিৎ দা’-র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। শিল্পীর অকাল প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল ভারতীয় আঞ্চলিক সঙ্গীতের।