বলিউডে রাতারাতি সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা রজত বেদী। এর নেপথ্যে রয়েছে আরিয়ান খানের বহু প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এই সিরিজে তাঁর অভিনীত চরিত্রটি ১৫ বছর ধরে কাজ ছাড়া এক ভয়ংকর চুক্তিতে বাঁধা পড়েছিল। পর্দার এই গল্পের মতোই, রজতের বাস্তব জীবনও ছিল সংগ্রামমুখর।
২০০০ সালের ব্লকবাস্টার ছবি ‘কোই মিল গয়া’-এর মতো প্রায় ৫০টি ছবিতে কাজ করেও ভাগ্যের দরজা খোলেনি রজতের। হতাশ হয়ে একসময় বলিউড ছেড়ে পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমান এই অভিনেতা। সেখানে তিনি একসময় নির্মাণ শ্রমিকের (Construction Worker) কাজও করেছেন।
ফারাহ খানের ইউটিউব ভ্লগে এসে রজত বেদী তাঁর জীবনের সেই কঠিন সময় নিয়ে মুখ খোলেন। তিনি জানান, “আমার কাছে দু’টি পথ খোলা ছিল: হয় টেলিভিশনে কাজ করা, নয়তো কানাডায় পুরোপুরি স্থায়ী হওয়া। আমি দ্বিতীয়টি বেছে নিই। সেখানে আমার কোনো বন্ধু বা আত্মীয় ছিল না, শুধু ব্যাগ গুছিয়ে চলে গিয়েছিলাম।” ‘কোই মিল গয়া’ হিট হওয়া সত্ত্বেও নতুন কাজের দরজা না খোলায় তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন।
আরিয়ান খান যেভাবে ‘দেবদূত’ হলেন: বলিউড ছেড়ে যাওয়ার প্রায় ২০ বছর পর, যখন রজত মুম্বাইতে ফিরে আসেন, তখন তাঁর জীবনে দেবদূতের মতো আসেন শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর পুত্র আরিয়ান খান।
রজত জানান, “একবার শাহরুখ খানের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর আমি ভেঙে পড়েছিলাম। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, ‘আমি কানাডায় কী করছি?'”
তাঁর জীবনে সবকিছু বদলে যায় ২০২২ সালের ডিসেম্বরে, যখন আরিয়ান খানের টিমের একজন, বনি জৈন তাঁকে ফোন করেন। বনি জানান, “আরিয়ান আপনার সঙ্গে দেখা করতে চান।” খবরটি বিশ্বাস করতে পারেননি রজত। নিজের হাত চিমটি কেটে নিশ্চিত হয়েছিলেন। রজত কৃতজ্ঞতার সঙ্গে বলেন, “আরিয়ানের এই শো সত্যিই আমার জন্য ঈশ্বরের দান ছিল।” এক মুহূর্ত দেরি না করে, তিনি সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের বিমান ধরেন। এইভাবেই এক সময় বলিউড থেকে হারিয়ে যাওয়া অভিনেতা রজত বেদী, আরিয়ান খানের হাত ধরে আবার বলিউডে নিজের জায়গা ফিরে পেলেন।