বিতর্ক ও মনোমালিন্যের পর অবশেষে দীর্ঘ ১১ বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটল বলিউড সুপারস্টার সলমন খান ও সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের মধ্যে। ২০১৪ সালের এক অ্যাওয়ার্ড শো’য়ে হওয়া তিক্ততার কথা অবশেষে প্রকাশ্যে স্বীকার করে নিলেন সলমন। সম্প্রতি ‘বিগবস’-এর মঞ্চে তিনি নিজেই জানান, সেই ভুল বোঝাবুঝি তাঁর দিক থেকেই হয়েছিল।
ফিরে দেখা ২০১৪ সালের সেই ঘটনা:
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমন খানের হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের। অরিজিৎ সে সময় ঢোলাঢালা কুর্তা ও হাওয়াই চটি পরে মঞ্চে ওঠেন। তাঁকে দেখেই অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান মন্তব্য করেন, “দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছ।” বাংলার ছেলে অরিজিৎও পাল্টা দিতে ছাড়েননি, তিনি সলমনকে উদ্দেশ্য করে বলেন, “কী আর করব, তোমরা সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছ।”
এই মন্তব্যের পরই জল গড়ায় বহুদূর। বলিপাড়ায় রটে যায় সলমনের রোষানলে পড়েছেন অরিজিৎ। ফলস্বরূপ, একের পর এক বড় প্রজেক্ট থেকে বাদ পড়তে থাকেন তিনি, রেকর্ড হওয়া গান হতে থাকে বাতিল। নেপথ্যে উঠে আসে সলমনের নাম।
অরিজিতের বহুবারের ক্ষমা চাওয়া:
এই ঘটনার পর অরিজিৎ নিজের সেলেব পরিচয় দূরে সরিয়ে রেখে তাঁর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, “আমায় ক্ষমা করে দিন, স্যর। আপনি অপমানিত হয়েছেন তা আমি বুঝতে পেরেছি। কতবার যে ক্ষমা চেয়ে মেসেজ করেছি, তা আপনি নিজেও জানেন না।” কিন্তু সলমন খানের একরোখা মনোভাবের কারণে দীর্ঘ বছর তাদের সম্পর্কের বরফ গলেনি।
সব ভালো যার শেষ ভালো:
তবে সময় সবকিছুর নিরাময় করে। কয়েক বছর ঝামেলা চললেও, পরে ‘টাইগার ৩’ ছবিতে অরিজিৎকে গাইতে দেখা যায়। এমনকি গত বছর সলমনের মুম্বাইয়ের বাড়ি ‘গ্যালাক্সি’-তে অরিজিৎকে দেখা যাওয়ার পরই তাদের সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলেছিল।
এবার ‘বিগবস’-এর মঞ্চে সলমন নিজেই সেই সম্পর্কের সিলমোহর দিলেন। তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু। ভুল বোঝাবুঝি হয়েছিল। আমার দিক দিয়েই হয়েছিল। পরে তো আমার জন্য ও গানও গেয়েছে।”
এভাবেই দীর্ঘ ১১ বছরের তিক্ততার অবসান ঘটিয়ে বলিউডের এই দুই কিংবদন্তি শিল্পী এখন সুসম্পর্ক বজায় রেখেছেন। দীর্ঘদিন ধরে মন খারাপ থাকা অরিজিৎ ভক্তদের জন্য সলমনের এই অকপট স্বীকারোক্তি নিঃসন্দেহে স্বস্তির খবর।