বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’। কিন্তু সিনেমার সাফল্যের মাঝেই সুরের জগতে বেজে উঠেছে বিতর্কের সুর। আইকনিক গান ‘সন্দেশে আতে হ্যায়’-এর রিমেক নিয়ে এবার মুখোমুখি বলিউডের দুই মহীরুহ— প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার এবং মেলোডি কিং সোনু নিগম।
জাভেদ আখতারের তোপ: “সৃজনশীল দেউলিয়াপনা”
বিতর্কের সূত্রপাত জাভেদ আখতারের একটি মন্তব্য থেকে। পুরোনো গানকে নতুন করে ব্যবহার করার এই ট্রেন্ডকে একেবারেই পছন্দ করছেন না তিনি। তাঁর মতে, নতুন সৃষ্টির অভাব থেকেই এই ধরণের রিমেক করা হয়, যাকে তিনি ‘সৃজনশীল দেউলিয়াপনা’ বলে অভিহিত করেছেন। এমনকি ‘বর্ডার ২’-তে এই কালজয়ী গানের রিমেকের জন্য কলম ধরতেও অস্বীকার করেন তিনি।
সোনুর মোক্ষম জবাব: “উর্দি ছাড়া সৈনিক হয় না”
জাভেদ আখতারের এই কড়া সমালোচনার জবাবে অত্যন্ত কৌশলী এবং আবেগপ্রবণ উত্তর দিয়েছেন সোনু নিগম। তিনি বলেন:
“জাভেদ স্যারের কথা একদিক থেকে ঠিক হতে পারে। কিন্তু ‘বর্ডার’ যদি একজন সৈনিক হয়, তবে ‘সন্দেশে আতে হ্যায়’ গানটি তার উর্দি (Uniform)। উর্দি ছাড়া যেমন সৈনিক ভাবা যায় না, তেমনই এই গান ছাড়া বর্ডার সিনেমা কল্পনা করা অসম্ভব।”
স্মৃতি ও বর্তমানের মেলবন্ধন
১৯৯৭ থেকে ২০২৬— এই দীর্ঘ যাত্রায় সোনু নিগম আজও বর্ডার ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ। এবার তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন অরিজিৎ সিং এবং দিলজিৎ দোসাঞ্জ। জাভেদ আখতারের বদলে গানের কথা লিখেছেন মনোজ মুনতাশির। তবে গুরুর প্রতি সম্মান জানিয়ে সোনু বলেছেন, নতুন গান ‘মিট্টি কে বেটে’ শুনলে জাভেদ স্যার নিশ্চয়ই খুশি হবেন।
বক্স অফিসে বর্ডার ২-এর ঝড়
সানি দেওল, বরুণ ধাওয়ান এবং আহান শেঠি অভিনীত এই ছবি দেশাত্মবোধের জোয়ারে ভাসিয়ে দিয়েছে দর্শকদের। যুদ্ধের দৃশ্য থেকে শুরু করে সোনুর সেই জাদুকরী কণ্ঠ— সব মিলিয়ে ‘বর্ডার ২’ এখন টক অফ দ্য টাউন। জাভেদ আখতারের আপত্তির পরেও দর্শকরা কিন্তু এই ‘মিউজিক্যাল ট্রিট’ বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন।