বলিউডের সবচেয়ে আলোচিত বিবাদগুলির মধ্যে অন্যতম ছিল সলমন খান এবং অরিজিৎ সিংয়ের মনোমালিন্য। তবে দীর্ঘদিনের সেই দূরত্বের অবসান ঘটল। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর এক পর্বে এসে সলমন নিজেই অরিজিতের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।
সলমন জানান, “অরিজিৎ আর আমি খুব ভাল বন্ধু। ওই ঘটনাটা ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।” তিনি আরও যোগ করেন যে, সেই ঘটনার পর থেকে অরিজিৎ তাঁর জন্য একাধিক গান গেয়েছেন, যার মধ্যে ‘টাইগার ৩’-এর গান এবং আসন্ন ছবি ‘গালওয়ান’-এর গানও রয়েছে। এই মন্তব্যের পর বহু বছর ধরে চলা জনপ্রিয় তারকা এবং গায়কের এই বিবাদ মিটে যাওয়ায় ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত ঘটে ২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড শোয়ে। সলমন রসিকতা করে অরিজিৎকে নৈমিত্তিক পোশাকের জন্য প্রশ্ন করলে, অরিজিৎও পাল্টা রসিকতা করেন, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিল।
২. বিচ্ছেদের পরও অটুট ঈশা দেওল-ভরত তখতানির বন্ধুত্ব
বিচ্ছেদের পরেও সাবলীল সম্পর্ক বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করলেন অভিনেত্রী ঈশা দেওল। রবিবার তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর প্রাক্তন স্বামী ভরত তখতানিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভরতকে ‘আমার সন্তানদের বাবা’ উল্লেখ করে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন ঈশা।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ঈশা এবং ভরত গত ফেব্রুয়ারি মাসে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে—রাধ্যা (৭) এবং মিরায়া (৫)। বিচ্ছেদ ঘোষণার সময় তাঁরা জানিয়েছিলেন, দুই সন্তানের মঙ্গলই তাঁদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
৩. বিক্রম ভাটের প্রোডাকশন হাউসে ডিস্ক চুরি, গ্রেফতার ২ কর্মী
পরিচালক বিক্রম ভাটের প্রোডাকশন হাউসের অফিস থেকে তাঁর ছবির ‘র ফুটেজে’র হাইডিস্ক এবং মোবাইল ফোন চুরি করে তা বিক্রি করার অভিযোগে শুক্রবার দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিক্রমের কোম্পানির প্রোডাকশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র শর্মা এবং রাকেশ পানিগ্রাহীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিক্রম লক্ষ্য করেন যে চলতি বছরের মার্চ থেকে তাঁর অফিসের ডিস্ক ক্রমশ গায়েব হয়ে যাচ্ছে। তদন্তে জানা যায়, অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহীর অধীনে কাজ করা জিতেন্দ্র শর্মার কাছে সব ডিস্ক ছিল। অনুমতি নিয়ে জিতেন্দ্রই ডিস্কগুলি অন্যদের সরবরাহ করত। চুরির এই ঘটনা ঘিরে টিনসেল টাউনে চাঞ্চল্য ছড়িয়েছে।