বচ্চন পরিবারের বধূ হওয়া হয়নি তাঁর। বলিউডে কান পাতলে শোনা যায়, সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণেই অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল করিশ্মা কাপুরের। এরপর ২০০৩ সালে যখন তাঁর ক্যারিয়ার মধ্যগগনে, ঠিক তখনই ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা। শোনা যায়, করিশ্মার মায়ের নাকি অভিষেকের ওপর আস্থা ছিল না, সেই কারণেই বাগদান হওয়ার পরেও কার্যত জোর করেই তিনি অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিতে মদত দেন।
তবে এই বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৪ সালে করিশ্মা ও সঞ্জয় বিচ্ছেদের আবেদন করেন। কিন্তু ২০১৬ সালে করিশ্মা তাঁর স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে এমন কিছু চাঞ্চল্যকর অভিযোগ আনেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছিল গোটা বলিউড। করিশ্মা প্রকাশ্যে আনেন সঞ্জয়ের আসল রূপ, যা তাঁর জীবনে এক ‘কালরাত্রি’ হয়ে দাঁড়িয়েছিল।
হানিমুনে স্ত্রীর উপর পাশবিক নির্যাতন: করিশ্মার অভিযোগের ভয়াবহতা
করিশ্মা অভিযোগ করেন যে, হানিমুনে গিয়েছিলেন তাঁরা। সেখানে আচমকাই হাজির হন সঞ্জয়ের কিছু বন্ধু। আর সেখানেই সঞ্জয় নাকি মজার ছলে স্ত্রীকে বাজি ধরে বসেন! ঠিক যেন আজকের মহাভারত। আরও মারাত্মক অভিযোগ হলো, বাজি হারতেই সঞ্জয় নাকি প্রিয় বন্ধুর সঙ্গে স্ত্রীকে ভাগ করে নিতে এতটুকুও সংকোচ করেননি। করিশ্মাকে নিজের বন্ধুর সঙ্গে বিছানা ভাগ করে নিতে জোর করেন সঞ্জয়। তবে করিশ্মা রাজি হননি। করিশ্মার অভিযোগ, প্রতিবাদ করতেই জুটেছিল মারধর।
অন্যদিকে, সঞ্জয় কাপুরও পাল্টা অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, করিশ্মা নাকি কোনোদিনই তাঁকে ভালোবাসেননি এবং ‘কেবল টাকার জন্য বিয়ে করেছিলেন’।
তবে করিশ্মা এখানেই থামেননি। তিনি আরও অভিযোগ করেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখনও তাঁর গায়ে হাত তোলা হয়। এই ঘটনার পর একরকম তাঁর ক্যারিয়ারও শেষ হয়ে গিয়েছিল। যদিও ২০১৪ সাল থেকে সেই অধ্যায় শেষ হয়ে যায়, এবং ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
সঞ্জয়ের আকস্মিক মৃত্যু: পুরোনো বিতর্ক আবারও সামনে
সম্প্রতি পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু (মৌমাছির কামড়ে) এই পুরোনো বিতর্ককে আবারও সামনে এনেছে। করিশ্মার এই অভিযোগগুলো সেই সময় বলিউডে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল এবং ব্যক্তিগত সম্পর্কের এমন ভয়াবহ দিক জনসমক্ষে আসায় অনেকে স্তম্ভিত হয়েছিলেন। সঞ্জয় কাপুরের প্রয়াণ কি এবার এই বিতর্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবে, নাকি নতুন করে আলোচনার জন্ম দেবে?