শ্রীচৈতন্যদেবের চরিত্রে দিব্যজ্যোতি! এক ফ্রেমে ‘গৌর-নিতাই’, অভিনেতাকে কোন‌ ‘ট্রিক’ শেখাচ্ছেন যিশু?

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তিন যুগের এক বিশাল উপাখ্যান ফুটে উঠতে চলেছে। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে রাণা সরকার ও এসভিএফ। সম্প্রতি জানা গেছে, অভিনেতা যিশু সেনগুপ্তকে এই ছবিতে নিত্যানন্দ প্রভুর (নিতাই) চরিত্রে দেখা যাবে। প্রায় ২৯ বছর পর যিশু আবারও এমন এক ঐতিহাসিক চরিত্রে ফিরছেন, যা তাঁর কর্মজীবনের ‘মহাপ্রভু’ রূপে টেলিভিশনে তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

নবীন দিব্যজ্যোতি ও অভিজ্ঞ যিশু: ‘গৌর-নিতাই’ জুটির প্রথম ঝলক
শ্রীচৈতন্যদেবের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। ইতিমধ্যেই চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক সামনে এসেছে, যা দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি করেছে। তবে এই প্রথমবার একফ্রেমে ধরা দিলেন ‘গৌর-নিতাই’ অর্থাৎ দিব্যজ্যোতি ও যিশু। শুক্রবার বেলা গড়াতেই স্বয়ং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সমাজমাধ্যমে দুই অভিনেতার ছবি ভাগ করে নিয়েছেন, যা ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

এক সময় যিশুও টেলিভিশনের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন, আর দিব্যজ্যোতিও সেই পথেই হাঁটছেন। যিশুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আজকাল ডট ইন-এর কাছে ভাগ করে নিয়েছেন দিব্যজ্যোতি। তাঁর কথায়, “যিশুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় দারুণ। যেহেতু মহাপ্রভুর চরিত্রে যিশুদা আগে কাজ করেছেন, তাই ওঁর থেকে অনেক কিছু জানতে পারছি। গল্পের ছলে সবটা বুঝিয়ে দিচ্ছেন। এমনকী মন খারাপ থাকলেও মন ভাল করার দায়িত্ব নিজেই নিয়ে নিচ্ছেন। আমার দেখা সবচেয়ে ভাল মনের মানুষের মধ্যে একজন হলেন যিশুদা।”

তারকাখচিত কাস্টিং: বিনোদিনী শুভশ্রী, গিরিশ ঘোষ ব্রাত্য
প্রসঙ্গত, এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে ‘বিনোদিনী’র চরিত্রে। সৃজিত আগেই জানিয়েছিলেন, চার বছর আগে থেকেই তিনি শুভশ্রীকে ‘বিনোদিনী’ হিসেবে ভেবেছিলেন। ‘লক্ষ্মীপ্রিয়া’র চরিত্রে অভিনয় করবেন আরাত্রিকা মাইতি, আর ‘বিষ্ণুপ্রিয়া’ হবেন অলোকানন্দা গুহ। এছাড়া, গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। ছবিতে আরও অনেক পরিচিত তারকা অভিনয় করছেন।

‘লহ গৌরাঙ্গের নাম রে’ শুধু একটি ঐতিহাসিক চলচ্চিত্র নয়, বরং এটি আধ্যাত্মিক এবং মানবিক সম্পর্কের এক গভীর উপাখ্যান হতে চলেছে বলে আশা করা হচ্ছে। যিশু ও দিব্যজ্যোতির এই যুগলবন্দী পর্দায় কতটা প্রভাব ফেলে এবং এই চরিত্রগুলিকে কতটা জীবন্ত করে তোলে, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy