‘শত্রু হতেও যোগ্যতা লাগে’, কুণাল ঘোষের কটাক্ষের জবাবে নৈহাটির বড়ো মা মন্দিরে পুজো দিয়ে বিস্ফোরক দেব

নৈহাটির বিখ্যাত বড়ো মা মন্দিরে অভিনেতা দেব তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর জন্য পুজো দিতে আসেন। এই সময়েই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে কেন্দ্র করে ওঠা রাজনৈতিক কটাক্ষ নিয়ে তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।

কুণালের কটাক্ষের পাল্টা জবাব
সোশ্যাল মিডিয়ায় ‘রঘু ডাকাত’ নিয়ে কুণাল ঘোষের পোস্টের ব্যাপারে জানতে চাওয়া হলে প্রথমে দেব হেসে ওঠেন। এরপর তিনি স্পষ্টভাবে বলেন, কুণাল ঘোষ তাঁর অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন। তবে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন:

“বন্ধু হতেও যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। আর আমার শত্রু হতে যোগ্যতা লাগেই। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না।”

তিনি আরও যোগ করেন, “এরা যা করছে, সেটা করতে দেওয়াই বুদ্ধিমানের কাজ।”

কুণালের মূল কটাক্ষ
উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই ছবিটি বিতর্কে জড়িয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছিলেন, “জেলায় জেলায় তৃণমূলের ঘাড়ে চড়ে রঘু ডাকাতের প্রমোশন হচ্ছে, তাই ছবির ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।”

কুণাল ঘোষ এরপর ‘রক্তবীজ ২’ ছবির প্রশংসা করে পরোক্ষভাবে দেবকে খোঁচা দেন। তিনি বলেন, “অ্যাকশন মানেই কি বড় বড় পেশী দেখিয়ে লাফালাফি? না, মেধা, ব্যক্তিত্ব, বুদ্ধিবৃত্তি গুরুত্বপূর্ণ। আবীর চট্টোপাধ্যায় অ্যাকশন সিনে ফাটিয়ে দিয়েছেন।” এই মন্তব্যটি দেবের অ্যাকশন ছবিকে কটাক্ষ হিসেবেই ধরা হয়।

দেবের লক্ষ্য ও ছবির প্রচার
বড়ো মা মন্দিরে পুজো দিয়ে দেব জানান, তিনি ছবির প্রচারে মায়ের কাছে প্রার্থনা করেছেন যাতে চারিদিকে চলা প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধে অশান্তি থেমে যায়। তিনি আরও বলেন, তিনি নিজের কাজ নিজেই করবেন এবং ভবিষ্যতেও সিনেমা বানিয়ে মানুষকে আনন্দ দিতে থাকবেন।

লক্ষ্য: দেবের লক্ষ্য হলো, বাংলা ছবিকে যেন শুধু ভারতীয় ছবি বলা হয়, সেই প্রচেষ্টাতেই তিনি রয়েছেন।

পুজোর রিলিজ: তিনি নিশ্চিত করেন যে, পুজোর মরশুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, যার মধ্যে রয়েছে রক্তবীজ ২, দেবী চৌধুরানী ও রঘু ডাকাত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy