‘রূপ কি রানি’-র ম্যাজিক! বিচারকের অনুরোধে আদালতে শ্রীদেবী, ভক্তদের ভিড়ে স্তব্ধ বিচারালয়

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ‘রূপ কি রানি’ ম্যাজিকে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে স্বয়ং আদালতের একজন বিচারকও! এমনই এক অবিশ্বাস্য ঘটনার কথা সম্প্রতি ফাঁস করলেন খ্যাতনামা আইনজীবী মাজিদ মেমোন। আটের দশকে বলিউডের সিংহাসনে একচ্ছত্রভাবে রাজত্ব করতেন শ্রীদেবী। তাঁর একের পর এক ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হচ্ছিল। প্রযোজকরা বিশ্বাস করতেন, শ্রীদেবী ছবিতে থাকা মানেই সেই ছবি ‘গোল্ডেন জুবলি’ ব্যবসা করবেই। সে সময়ের প্রায় সব নায়কই তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন, কারণ শ্রীদেবী মানেই ছিল সাফল্যের নিশ্চয়তা। এমন একজন কিংবদন্তী ডিভাকে কাছ থেকে দেখার ইচ্ছে যে কারও মনেই জাগবে, তা একেবারেই স্বাভাবিক।

খ্যাতনামা আইনজীবী মাজিদ মেমোন সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, একজন বিচারকের শ্রীদেবীর প্রতি অন্ধ আনুগত্য ছিল। সেই বিচারকের অনুরোধেই শ্রীদেবীকে আদালতে সমন পাঠানো হয়। আশ্চর্যজনকভাবে, এই বলিউড ডিভা সেই সমন পেয়ে আদালতে হাজিরও হয়েছিলেন। তিনি যখন আদালতে পা রাখেন, তখন ভক্তদের ভিড় উপচে পড়েছিল। শ্রীদেবী এতটাই ভালো মনের মানুষ ছিলেন যে, বিচারকের এই কাণ্ড দেখে মিষ্টি হেসেছিলেন এবং তাঁর সঙ্গে শুভেচ্ছাও বিনিময় হয়। এক কিংবদন্তী অভিনেত্রীর প্রতি ভক্তদের এই ভালোবাসা এবং এক বিচারকের এই অভিনব অনুরোধের ঘটনা আজও বিস্ময়কর।

মাজিদ মেমোনের আত্মজীবনীতে স্মৃতির সরণি বেয়ে শ্রীদেবী
আইনজীবী মাজিদ মেমোন বলিউডের সেলিব্রেটিদের কাছে খুবই জনপ্রিয়। শুধু শ্রীদেবী নন, সলমন খান এবং শাহরুখ খানদের মতো তারকাদের হয়েও তিনি বহু আইনি কাজকর্ম করেছেন। তাঁর দীর্ঘ আইনি অভিজ্ঞতায় জমা হয়েছে নানা রকমের ঘটনা। সেই সব স্মরণীয় ঘটনাকে একত্র করে তিনি লিখেছেন তাঁর আত্মজীবনী, যার নাম ‘মাই মেমোরিজ’। এই বইয়েও শ্রীদেবীকে নিয়ে এমন ঘটনার উল্লেখ রয়েছে, যা তাঁর আইনি জীবনের এক অন্য দিক তুলে ধরে।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে রহস্যজনকভাবে শ্রীদেবীর মৃত্যু হয়। ছয় বছর পেরিয়ে গেলেও এই ঘটনাকে যেন এখনও মেনে নিতে পারে না গোটা বলিউড ও তাঁর অগণিত অনুরাগীরা। শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশির মধ্যেই তাঁর ভক্তরা আজও তাঁদের প্রিয় ‘রূপ কি রানি’কে খুঁজে পান। শ্রীদেবীর এই অনবদ্য আকর্ষণ এবং তাঁর প্রতি মানুষের মুগ্ধতা, তাঁর মৃত্যুর পরেও এক অন্যরকম ম্যাজিক তৈরি করে চলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy