অবশেষে পর্দা উঠল রহস্যের। রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’ তার প্রথম গান—টাইটেল ট্র্যাকটি—প্রকাশ করেছে। গানটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন এক সঙ্গীত-ঝড় শুরু হয়েছে, যা দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি করেছে।
পুরনো ফোক ক্লাসিকে নতুন বিট
সারেগামা মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানের লিরিক্যাল ভিডিওটি, যা দ্রুত ভাইরাল হচ্ছে। সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব ও চরণজিৎ আহুজা এই গানে আধুনিক হিপ-হপ এবং পাঞ্জাবি বিটের প্রাণবন্ত মিশ্রণ ঘটিয়েছেন।
গানটির বিশেষত্ব: এটি মূলত এক ফোক ক্লাসিক ‘না দে দিল পরদেশি নুঁ’-এর নতুন ভার্সন। সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব জানিয়েছেন, তাঁরা গল্পের আবেগ মাথায় রেখেই এই গানটিকে নতুনভাবে তৈরি করেছেন।
কণ্ঠশিল্পী: গানটিতে কণ্ঠ দিয়েছেন হনুমান কাইন্ড (প্রথম বলিউড প্রজেক্ট), জ্যাসমিন স্যান্ডলাস, সুধীর যাদুবংশী, শাশ্বত সচদেব, মোহাম্মদ সাদিক ও রণজিত কৌর। হনুমান কাইন্ডের তীক্ষ্ণ র্যাপ নিখুঁতভাবে মিশে গেছে রণবীর সিংহের অনস্ক্রিন চার্মের সঙ্গে।
মুক্তি ও ট্রেলারের তারিখ
আদিত্য ধরের পরিচালনায় এবং জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধরের প্রযোজনায় তৈরি এই ছবিতে রণবীর সিংহের সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপালের মতো তারকারা।
মুক্তির তারিখ: ‘ধুরন্ধর’ মুক্তি পেতে চলেছে ৫ ডিসেম্বর ২০২৫-এ।
ট্রেলার: ছবির ট্রেলার মুক্তি পাবে ১২ নভেম্বর।
প্রথম গানেই বাজিমাত করা এই সিনেমা দর্শকদের নিজেদের ভিতরের ‘ধুরন্ধর’কে জাগিয়ে তোলার এক আহ্বান জানাচ্ছে।