মৃত্যুর কয়েক সপ্তাহ পর রহস্য ভেদ! সিঙ্গাপুর পুলিশের রিপোর্টে কী রয়েছে জুবিন গার্গের অকাল প্রয়াণ নিয়ে?

উত্তর-পূর্ব ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যুর কারণ নিয়ে এবার নতুন তথ্য উঠে এল। সিঙ্গাপুর পুলিশ ভারতীয় হাই কমিশনের কাছে তাঁর ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, তাতে জানা গিয়েছে— জুবিনের মৃত্যু স্কুবা ডাইভিং করার সময় নয়, একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়েই ডুবে যাওয়ার কারণে ঘটেছে।

‘দ্য স্ট্রেইটস টাইমস’ সংবাদপত্রের প্রতিবেদন ও অন্যান্য সংবাদমাধ্যমের দাবি অনুসারে, সিঙ্গাপুরের একটি হাসপাতাল কর্তৃক জারি করা মৃত্যু শংসাপত্রেও মৃত্যুর কারণ হিসাবে ‘ডুবে যাওয়া’ (Drowning) উল্লেখ করা হয়েছে।

জুবিন গার্গ তাঁর সঙ্গীত পরিবেশনা করার জন্য নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ‘ইয়া আলি’, ‘দিল তু হি বাতা’, এবং বাংলা সিনেমার হিট গান— ‘প্রেম আমার’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘খোকা ৪২০’-এর মতো গানের শ্রোতারা আজও মর্মাহত।

তদন্তে CID, ম্যানেজার সহ ২ জন হেফাজতে
জুবিন গার্গের মৃত্যুর এই মামলায় ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে অসম সিআইডি-র বিশেষ তদন্ত দল (SIT)। তদন্তের স্বার্থে তাঁরা মামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

এই সপ্তাহের শুরুতেই SIT জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে আটক করে। বর্তমানে তাঁরা দু’জনেই ১৪ দিনের হেফাজতে রয়েছেন। সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়ার এই রিপোর্ট সামনে আসার পর, এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy