“ভূগোল-ইতিহাসে জায়গা হারাতে হবে!” পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের, কীসের ইঙ্গিত?

সীমান্ত পার থেকে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানের ঐতিহাসিক এবং ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হতে পারে। শুক্রবার রাজস্থানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কার্যত কোনও রাখঢাক না রেখেই পাকিস্তানকে এই চরম হুঁশিয়ারি দিলেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তাঁর এই কড়া বার্তা কূটনৈতিক ও সামরিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও কয়েক গুণ বাড়তে পারে।

কী বললেন ভারতীয় সেনা প্রধান?
ভারত বরাবরই অভিযোগ করে আসছে, পাকিস্তান লাগাতার সীমান্ত পার থেকে সন্ত্রাসবাদকে মদত জুগিয়ে আসছে। এই ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চেও বহুবার সরব হয়েছে নয়াদিল্লি। এবার সরাসরি সেনা প্রধানের মুখে এল কড়া বার্তা:

সন্ত্রাস বন্ধের কড়া নির্দেশ: জেনারেল দ্বিবেদী স্পষ্ট জানিয়ে দেন, বিশ্ব ইতিহাস ও ভূগোলের মানচিত্রে নিজের স্থান বজায় রাখতে চাইলে পাকিস্তানকে অবিলম্বে রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

‘অপারেশন সিন্দুর ১.০’ প্রসঙ্গ: তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে হুঁশিয়ারি দেন যে, যদি আবার উসকানি দেওয়া হয়, তাহলে ভারত ‘অপারেশন সিন্দুর ১.০’ (Operation Sindoor 1.0)-এর সময়কার মতো কোনও সংযম দেখাবে না।

আরও বড় পদক্ষেপের ইঙ্গিত: সেনাপ্রধানের কথায়, “এবার যদি আবার উস্কানি দেওয়া হয়, তবে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।”

দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে সেনা প্রধানের এই মন্তব্যে স্পষ্ট, নয়াদিল্লি এবার সন্ত্রাসবাদের মোকাবিলায় আরও কঠোর এবং আক্রমণাত্মক অবস্থান নিতে প্রস্তুত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy