বিয়ের আসরে অয়ন্যা-সায়ক! আসল রহস্যটা কী? জানুন বিস্তারে

টলিউড পাড়ায় ফের বেজেছে বিয়ের সানাই, অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) মাথায় টোপর পরা এবং অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়কে সিঁদুর দান করার কিছু ভাইরাল ছবি। অয়ন্যা, যিনি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে ‘কমলা’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন, তাঁকেই সায়কের পাশে নববধূর বেশে দেখা গেছে। এই ছবিগুলি ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করেছেন সায়ক নিজেই। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই বিয়ে, নাকি অন্য কোনো চমক?

“ভাবুন, ভাবতে থাকুন!” রহস্য ধরে রাখলেন সায়ক
ইটিভি ভারতের পক্ষ থেকে সায়ককে সরাসরি প্রশ্ন করা হলে তিনি প্রাণখোলা হাসি হেসে বলেন, “ভাবুন ভাবুন, ভাবতে থাকুন।” এই উত্তরে তিনি কিছুই স্পষ্টভাবে খোলসা করেননি, যা নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। নেটিজেনরা রীতিমতো অবাক, কারণ সায়ক এর আগে একাধিকবার বলেছেন যে, এই মুহূর্তে তাঁর বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।

মায়ের স্বপ্নপূরণে সায়ক, বিয়ের ইচ্ছে আপাতত নেই?
দিন কয়েক আগেই সায়ক নিজের উপার্জিত অর্থে মায়ের জন্য জমি কিনে দিয়েছেন, যা তাঁর মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তিনি জানিয়েছিলেন, মাকে নিজের মনের মতো করে একটি বাড়ি তৈরি করে দিতে চান। এই প্রসঙ্গে সায়ক বলেছিলেন, “ফ্ল্যাট হল, জমি হল এবার নিজের বাড়িও হবে।”

এরপরই তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সায়ক স্পষ্ট জানিয়েছিলেন, “এখন একেবারেই ইচ্ছে নেই। কারণ চারদিকে যা দেখছি, একের পর এক ডিভোর্স দেখে আমার আর বিয়ের ইচ্ছে নেই। তার থেকে বাবা-মায়ের সঙ্গে থাকাই ভালো।”

তাহলে কি শুধুই ‘ফোটোশুট’? নতুন ব্যবসায়িক উদ্যোগের ব্র্যান্ডিং?
সায়কের এই মন্তব্যের পরপরই তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। তাঁকে ফোন করা হলে তাঁর মুখে কুলুপ, তবে হাসি দেখেই বোঝা যাচ্ছে, এটি সম্ভবত সত্যিকারের বিয়ে নয়, বরং একটি ফোটোশুট। কিন্তু কীসের জন্য এই ফোটোশুট, তা খোলসা করেননি তিনি।

কিছুদিন আগে সায়ক শান্তিপুরের একটি শাড়ির দোকানের নতুন আউটলেটে বিনিয়োগ করেছেন বলে জানা যায়। সেটির ভালো ব্র্যান্ডিংয়ের প্রয়োজন বলে অভিনেতা নিজেই জানিয়েছিলেন। তাহলে কি এই ফোটোশুট সেই নতুন ব্যবসার প্রচারের জন্যই? এই প্রশ্ন করা হলে সায়ক আবারও সরাসরি উত্তর না দিয়ে বলেন, “ভাবনায় অনেকটা এগিয়ে গিয়েছেন। তবে সবটা ক্রমশ প্রকাশ্য।”

সায়ক চক্রবর্তীর এই রহস্যময় চাল টলিউড মহলে বেশ আলোচনা সৃষ্টি করেছে। আসল ঘটনা কী, তা জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy