ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-এর তারকা জুটি শার্লি মোদক ও অভিষেক বসু, যাঁরা এই বছরের ২৯ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন, তাঁদের সাম্প্রতিক পোস্ট দেখে ভক্তদের মনে আশঙ্কার কালো মেঘ জমেছে। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে, যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
‘ফুলকি’ ধারাবাহিকে অভিষেক নায়ক আর শার্লি খলনায়িকা, পর্দায় একে অপরের শত্রু এবং ‘প্রাক্তন’ হলেও, পর্দার বাইরে তাঁদের বন্ধুত্ব ছিল বেশ গভীর। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং অবশ্যই ‘ফুলকি’ টিমের উপস্থিতিতে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে তাঁদের বিয়ের আসর বসেছিল। শার্লি পরেছিলেন জমকালো লেহেঙ্গা এবং অভিষেককে দেখা গিয়েছিল মানানসই শেরওয়ানিতে। বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি মিডিয়ার সামনেই একে অপরকে চুম্বন করে চমকে দিয়েছিলেন।
শার্লি এবং অভিষেক দুজনেরই এর আগে সম্পর্ক ভেঙেছে এবং জীবনে অনেক চড়াই-উতরাই দেখেছেন। সম্ভবত অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকেই তাঁরা এবার প্রেমের ঘোষণা না করে সরাসরি বিয়ে করে চমকে দিয়েছিলেন সবাইকে।
তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়িকা দিব্যাণী মণ্ডল, মিশমি দাস, সুদীপ সরকার, অনিন্দিতা রায়চৌধুরী এবং আভেরী সিংহ রায়-সহ আরও অনেকে। বিয়ের মেনুও ছিল রাজকীয়। ‘ফুলকি’-এর সেটেই একে অপরের মধ্যে প্রেম খুঁজে পেয়েছিলেন তাঁরা, তাই সেই টিমের সদস্যরা যে আসবেন, তা বলাই বাহুল্য। সকলে জমকালো সেজে, উপহার নিয়ে হাজির হয়েছিলেন এবং নবদম্পতিকে অসীম শুভেচ্ছা জানিয়েছিলেন।
তবে, বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই হঠাৎ এমন পোস্ট কেন, তা নিয়ে এখন অনেকের মনেই অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভক্তরা উদ্বিগ্ন, কী এমন ঘটল যে তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শুরু হলো? যদিও তারকা জুটি এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি, তাঁদের নীরবতা ভক্তদের উদ্বেগ আরও বাড়াচ্ছে।