বিচ্ছেদ ভুলে অটুট বন্ধুত্ব! প্রাক্তন প্রেমিকার জন্মদিন পার্টিতে ভাইজান, বন্ধুত্বেই সন্তুষ্ট সলমন-সঙ্গীতা

কে বলে প্রাক্তনদের মধ্যে বন্ধুত্ব থাকে না? নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিব্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলিউডের ভাইজান সলমন খান এবং তাঁর প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি। বুধবার রাতে সঙ্গীতা বিজলানির ৬৫তম জন্মদিনের অনুষ্ঠানে সলমন খানকে খোশমেজাজে দেখা যায়, যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই পার্টিতে সলমন-সহ বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। পাশাপাশি, সলমন তাঁর খুদে ফ্যানদের সঙ্গেও বেশ কিছু মুহূর্ত কাটান।

প্রাক্তন প্রেমিকার জন্মদিনের পার্টিতে সলমন
৬৪ বছর পেরিয়ে ৬৫-তে পা দিলেন সঙ্গীতা বিজলানি। জন্মদিনের পার্টিতে বলিউডের ‘টাইগার’কে দেখা যায় নীল ডেনিমের উপর কালো টি-শার্টে, এক্কেবারে কুল অবতারে। অন্যদিকে, সঙ্গীতা তাঁর জন্মদিনে বেছে নিয়েছিলেন একটি সুন্দর সাদা পোশাক, যেখানে তাঁকে অপ্সরার থেকে কোনো অংশে কম লাগছিল না। মজার বিষয় হলো, এদিন পার্টিতে সলমন যখন প্রবেশ করছিলেন, তখন তাঁর সঙ্গে দেখা হয় এক খুদে ফ্যানের। সেই খুদেকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন ভাইজান। ইন্ডাস্ট্রির সকলেই জানেন সলমন বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, ফলে এখানেও শিশুটির সঙ্গে হাসি মুখে সময় কাটান তিনি।

সলমন-সঙ্গীতার বিয়ের কথা ছিল
অনেকেই জানেন, নব্বইয়ের দশকে সলমন খান সঙ্গীতা বিজলানির সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁদের প্রেম এতটাই এগিয়েছিল যে বিয়ের কথা পর্যন্ত চূড়ান্ত হয়েছিল। সঙ্গীতা একটি গানের রিয়েলিটি শোতে নিজেই সলমনের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার কথা বলেছিলেন। এমনকি শোনা যায়, বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল! কিন্তু তার মধ্যেই সলমন-সঙ্গীতার সম্পর্ক ভাঙনের খবর আসে। তবে সময়ের সঙ্গে সেই তিক্ততা এখন অতীত। এত বছর পরেও দুজনের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে, যা তাঁদের ভক্তদের কাছে এক দারুণ বার্তা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy