বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা, পরিবারে এল ছেলে না মেয়ে?

বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর পরিবারে খুশির বন্যা। মঙ্গলবার রাতেই তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। সম্প্রতি কিয়ারার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অনুরাগীরা প্রতীক্ষায় ছিলেন শুভক্ষণের। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে মা হলেন কিয়ারা, এবং বাবা হওয়ার স্বাদ পেলেন বলিউডের সুদর্শন অভিনেতা সিদ্ধার্থ।

সূত্রের খবর অনুযায়ী, কিয়ারা এবং সদ্যোজাত শিশু দুজনেই সুস্থ রয়েছেন। মালহোত্রা এবং আডবাণী পরিবারে এখন আনন্দের ঢেউ বইছে।

উল্লেখ্য, মে মাসের মেট গালা অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল কিয়ারাকে। এরপর থেকে অভিনেত্রীকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি। এমনকি অন্যান্য তারকাদের মতো কোনও ‘বেবিমুন’-এর ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি।

কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের সূত্রপাত ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘শেরশাহ’-র সেটে। তবে দীর্ঘ সময় ধরে তাঁরা নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন। অবশেষে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই, ২০২৫ সালের মার্চ মাসে কিয়ারা এবং সিদ্ধার্থ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের ‘দুই থেকে তিন’ হওয়ার সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন।

এই আনন্দের মুহূর্তে বলিউড তারকারা এবং অগণিত ভক্ত সিদ্ধার্থ ও কিয়ারাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। নবজাতককে স্বাগত জানাতে সকলেই উৎসুক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy