‘বাংলায় বলার কী দরকার?’ মন্তব্যে ট্রোলিং, অবশেষে মুখ খুললেন প্রসেনজিত্‍

“Why do you need to talk in Bengali?” — মুম্বইয়ে একটি হিন্দি ছবির প্রমোশনে এই মন্তব্য করে এক মুহূর্তে সমালোচনার মুখে পড়েন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাঙালি এক সাংবাদিকের বাংলায় করা প্রশ্নের উত্তরে তাঁর এমন প্রতিক্রিয়া ঘিরে রীতিমতো ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। প্রশ্ন ওঠে— বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে বাংলাতেই প্রশ্ন শুনতে আপত্তি কেন?

এই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে মুখ খুললেন ‘বুম্বাদা’ নিজেই।

প্রসেনজিৎ লিখেছেন, “১ জুলাই মুম্বইয়ের জুহুর পিভিআর-এ একটি হিন্দি ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বহু হিন্দিভাষী শিল্পী, পরিচালক ও সাংবাদিকরা। ওই মুহূর্তে বাংলায় উত্তর দিলে উপস্থিত অনেকেই হয়তো কথার অর্থ বুঝতেন না। সেই পরিস্থিতিতে আমি ওই সাংবাদিককে বলি— ‘Why do you need to talk in Bengali?’”

তিনি আরও লেখেন, “বাংলা আমার মাতৃভাষা, এই ভাষাকে অসম্মান করার কথা আমি কখনও ভাবতেই পারি না। কিন্তু আমার মন্তব্য যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি আন্তরিক দুঃখিত।”

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন— যে শিল্পী বাংলা সিনেমার পরিচিত মুখ, যিনি নিজেকে বারবার বাংলা চলচ্চিত্রের দূত বলে দাবি করেন, তাঁর মুখে এমন কথা কীভাবে মানা যায়?

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

অনেকে বলেন, মুম্বইয়ের অনুষ্ঠানে বাংলায় প্রশ্ন করার মধ্যে ভুল কিছু নেই। বরং নিজের মাতৃভাষায় কথা বলাটাই গর্বের হওয়া উচিত। অন্যদিকে অনেকে আবার প্রসেনজিতের যুক্তিকে সমর্থন করে বলেন, তিনি পরিস্থিতির নিরিখে যা বলেছিলেন, তার ভুল ব্যাখ্যা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ভাষা এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়েছে, তা এক দিক থেকে সচেতনতা ও আবেগের বহিঃপ্রকাশ, আবার অন্য দিক থেকে তারকা-বক্তব্যের দায়বদ্ধতাও স্মরণ করিয়ে দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy