বলিউডে শোকের ছায়া! প্রয়াত প্রবীণ অভিনেত্রী মধুমতী, ‘আমার প্রথম গুরু’ বলে আবেগঘন পোস্ট দিলেন অক্ষয় কুমার

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী। ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যগ করেন তিনি। একই দিনে প্রয়াত হলেন বি আর চোপড়ার বিখ্যাত ধারাবাহিক ‘মহাভারত’-এর (Mahabharat) অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer)।

অভিনেত্রী মধুমতীর প্রয়াণ
প্রবীণ নৃত্যশিল্পী ও অভিনেত্রী মধুমতীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু তারকা। তাঁর ছাত্র বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) সোশ্যাল মিডিয়ায় গুরুকে স্মরণ করে এক আবেগঘন পোস্ট দেন। মধুমতীকে নিজের কাঁধে হাত রাখা একটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন:

“আমার প্রথম এবং চিরকালীন গুরু। নাচ সম্পর্কে আমি যা কিছু জানি, তা আপনার কাছে বসেই শিখেছি। আপনার স্মৃতি চিরকাল সঙ্গে থাকবে।”

এছাড়াও অভিনেতা বিন্দু দারা সিংও ছবি পোস্ট করে মধুমতীকে শ্রদ্ধা জানান। তিনি লেখেন, “আমাদের শিক্ষক ও পথপ্রদর্শক মধুমতীদেবী, শান্তিতে থাকুন। তাঁর কাছ থেকে নাচ শেখা।”

থামলেন ‘মহাভারতের কর্ণ’ পঙ্কজ ধীর
অন্যদিকে, গতকাল প্রয়াত হয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর, যিনি বি আর চোপড়ার ‘মহাভারত’-এ ‘কর্ণ’ চরিত্রে অভিনয়ের জন্য দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

সূত্র মারফত জানা গেছে, পঙ্কজ ধীর দীর্ঘ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ‘মহাভারত’ ছাড়াও তিনি একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। একই দিনে বলিউডের দুই প্রবীণ শিল্পীর প্রয়াণে বিনোদন জগতে শোকের পরিবেশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy