‘ফোর্স ৩’-এর শুটিং ফ্লোরে কবে নামছেন জন? পুরাতন আবেগ আর নতুন রূপে ফিরছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি

লিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’-এর তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অভিনেতা জন আব্রাহাম (John Abraham) এবার এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে গড়ে তুলতে চান—যেখানে থাকবে দেশি আবেগ, টানটান অ্যাকশন ও থ্রিলারের জমজমাট মিশেল। আর সেই লক্ষ্যেই এবার চূড়ান্ত করা হলো ছবির প্রধান নায়িকার নাম।

শিল্প মহলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দক্ষিণী ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মীনাাক্ষী চৌধুরী এবার ‘ফোর্স ৩’-এর হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন। ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’-এর মতো সফল ছবিতে কাজ করেছেন তিনি। বহু অভিনেত্রীর অডিশনের পর জন আব্রাহাম এবং পরিচালক ভাব ধুলিয়া (Bhav Dhulia) দু’জনেই শেষমেশ মীনাাক্ষীকে চূড়ান্ত করেছেন।

শুধু গ্ল্যামার নয়, অ্যাকশন কুইন রূপে মীনাাক্ষী!
জানা যাচ্ছে, এই ছবিতে মীনাাক্ষী কেবল গ্ল্যামার কোশেন্ট বাড়াতে নয়, বরং তাঁকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন-প্যাকড চরিত্রে। চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য আগামী কয়েক মাস ধরে তিনি অ্যাকশন ওয়ার্কশপে অংশ নিয়ে নিবিড় প্রস্তুতি নেবেন।

সূত্রের খবর, নভেম্বর ২০২৫-এই শুটিং ফ্লোরে নামছে ‘ফোর্স ৩’। বর্তমানে জোরকদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

কবে মুক্তি পেতে পারে ‘ফোর্স ৩’?
‘ফোর্স ৩’-এর কাজ শুরুর আগে জন আব্রাহাম বর্তমানে পরিচালক রোহিত শেঠির সঙ্গে তাঁর ‘রাকেশ মারিয়া বায়োপিক’-এর কাজ শেষ করবেন। আশা করা হচ্ছে, অক্টোবরের মধ্যেই সেই শুট শেষ হবে। এরপরই জন পুরোপুরি মন দেবেন নতুন ‘ফোর্স’ অধ্যায়ে। ছবিটি ২০২৬-এর প্রথমার্ধে মুক্তি পেতে পারে।

জন আব্রাহাম ইতিমধ্যেই বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’-এর রাইটস কিনে নিয়েছেন এবং গল্পকে দেশের সঙ্গে যুক্ত এক শক্তিশালী দ্বন্দ্বে ফিরিয়ে আনতে চেয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকে জড়িত থাকায় জন নিজে পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রাখছেন।

জন আব্রাহাম ও মীনাাক্ষী চৌধুরীর এই নতুন জুটি এবং ফ্র্যাঞ্চাইজির পুরনো স্বাদকে নতুন মোড়কে দেখার জন্য দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy