বলিউড সুপারস্টার সালমান খান, যাঁর ফিল্মি ক্যারিয়ারে ৩৬ বছরের অভিজ্ঞতা, তিনি মনে করছেন তাঁর আসন্ন ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ (Battle of Galwan) তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা। এটি তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সকল পরিশ্রম ও অধ্যবসায়কে ছাড়িয়ে গেছে বলেই দাবি ভাইজানের। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এই ছবির নেপথ্য কাহিনি এবং এর প্রস্তুতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপট, অপূর্ব লাখিয়ার পরিচালনা:
‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের (Galwan Valley Clash) উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই সংঘাত ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা ছবিটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে। ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া এই ছবিটি পরিচালনা করছেন। এক সপ্তাহ আগেই ছবির পোস্টারের ঝলক সামনে এসেছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
শারীরিক ও মানসিক ধকল: সালমান খানের অভিজ্ঞতা:
সাক্ষাৎকারে সালমান খান বলেন, “এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রত্যেকটা দিন এটা কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে।” তিনি আরও যোগ করেন, “আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয়। আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম। কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং – এই সবকিছুতে আরও বেশি সময় দিতে হচ্ছে।”
সালমান ‘সিকন্দর’ ছবির অ্যাকশনের সঙ্গে তুলনা করে বলেন, “সিকন্দর সিনেমায় অ্যাকশন ছিল একরকম, তার চরিত্র ছিল একরকম। কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা।” ছবির শুটিং লাদাখের তীব্র ঠান্ডায় এবং জলের মধ্যে হওয়ায় চ্যালেঞ্জ আরও বেড়ে গিয়েছিল, যা সালমানের মতে, শারীরিকভাবে অত্যন্ত ধকলের ছিল। “আমি ২০ দিনে লাদাখে ছিলাম। তার মধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি। আমরা এই মাসে আবার শুটিং করব,” জানান তিনি।
ঈদে নয়, আসছে জানুয়ারিতে: ‘বজরঙ্গি ভাইজান ২’-এর ইঙ্গিত:
সাধারণত সালমানের ছবি ঈদের বক্সঅফিস দখল করে। তবে ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা ভিন্ন। রিপোর্ট অনুসারে, এটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে।
এছাড়াও, সালমান তাঁর ভক্তদের জন্য আরও একটি সুখবর দিয়েছেন। ২০১৫ সালের ব্লকবাস্টার হিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan 2)-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই বিষয়ে তিনি বলেন, “আমার বজরঙ্গি ভাইজান ভালো লেগেছে। এক অন্যরকম ইমোশনাল বিষয় আছে। তবে এর সিক্যুয়েল হবে অন্য রকম।” উল্লেখ্য, গত ১৭ জুলাই কবীর খান পরিচালিত এই ছবিটি ১০ বছর পূর্ণ করেছে।
সম্প্রতি ইন্ডিয়ান সুপারক্রস রেসিং লিগ (ISRL)-এর দ্বিতীয় সিজনের একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালমান খান, যিনি ISRL-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। সেখানেই তিনি তাঁর নতুন ছবি এবং অন্যান্য প্রকল্প নিয়ে কথা বলেন। ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিটি যে সালমানের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক হতে চলেছে, তা তার কথাতেই স্পষ্ট।