পুজোর বক্স অফিসে মহারণ! দেব বনাম শিবপ্রসাদ, প্রথম দিনের যুদ্ধে ‘রঘু ডাকাত’ কত ব্যবধানে টেক্কা দিল ‘রক্তবীজ’-কে?

মণ্ডপ, ঢাক আর ভোগের গন্ধের পাশাপাশি দুর্গাপূজা মানেই বাঙালির সিনেমা-উৎসবের মহারণ। আর এই বছরের পুজো শুরু হওয়ার আগেই প্রেক্ষাগৃহে শুরু হলো এক দমদার লড়াই। গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পেল এ বছরের পুজোর দুটি বহুল প্রতীক্ষিত বড় বাজেট ছবি—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ-২’ এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত ‘রঘু ডাকাত’।

মুক্তির তারিখ নিয়ে শেষ মুহূর্তের ঘোষণায় তৈরি হয়েছিল আসল সাসপেন্স। শুরুতে ২৬ সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও, দেব তাঁর ছবির ট্রেলার লঞ্চেই ঘোষণা করেন, ‘রঘু ডাকাত’ আসছে ২৫ তারিখেই। একদিন পরই শিবপ্রসাদ জানান, ‘রক্তবীজ-২’ নামছে একই দিনে। এই মুখোমুখি সংঘর্ষের আসল ফলাফল জানা গেল প্রথম দিনের শো শেষ হওয়ার পরেই।

Sacnilk-এর রিপোর্ট: প্রথম দিনের বক্স অফিস কালেকশন
ভারতীয় বক্স অফিস রিপোর্ট ও রেটিং প্ল্যাটফর্ম Sacnilk-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনেই স্পষ্ট হলো কে এগিয়ে।

ছবির নাম প্রথম দিনের নেট কালেকশন (NBOC)
রঘু ডাকাত (দেব) ৪৫ লাখ টাকা
রক্তবীজ-২ (শিবপ্রসাদ-নন্দিতা) ১৫ লাখ টাকা

প্রথম দিনের নিরিখে ‘মেগাস্টার’ দেবের ‘রঘু ডাকাত’ বক্স অফিসে তিন গুণ বেশি আয় করে টেক্কা দিল ‘রক্তবীজ’-কে।

(উল্লেখ্য, নেট কালেকশন (NBOC) হলো কর কেটে নেওয়ার পর প্রযোজক ও পরিবেশকের হাতে পৌঁছানো আসল মুনাফার হিসেব।)

দ্বিতীয় দিনে আরও জমকালো লড়াই!
বক্স অফিসের এই দৌড় তো সবে শুরু। ২৬ সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয় দিনের হিসেব আরও চমকপ্রদ।

রঘু ডাকাত: প্রথম দিনের ৪৫ লাখ থেকে বেড়ে দ্বিতীয় দিনে পৌঁছল ৮২ লাখ টাকায় (নেট)।

রক্তবীজ-২: ১৫ লাখ থেকে বেড়ে দ্বিতীয় দিনের কালেকশন হল ৩৯ লাখ টাকা (নেট)।

দ্বিতীয় দিনেও দেবের ছবির দাপট অব্যাহত থাকলেও, ‘রক্তবীজ-২’-এর কালেকশনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ২৬ তারিখ থেকে পুজোর এই মহারণে যোগ দিয়েছে আরও দুটি ছবি—অনীক দত্তের ‘যত কান্ড কলকাতাতেই’ এবং প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরানী’। এই দুটি ছবিও প্রথম দিনে যথাক্রমে ৬ লাখ এবং ৭ লাখ টাকার নেট কালেকশন করেছে।

শেষ পর্যন্ত এই লড়াই শুধু সংখ্যার খেলায় সীমাবদ্ধ থাকবে না। আলো ঝলমলে প্রেক্ষাগৃহ, টিকিট হাতে দর্শকের উচ্ছ্বাস আর পর্দায় একের পর এক নতুন গল্প—এই মিলেমিশেই তো তৈরি হয় পুজোর আসল রূপকথা। এখন দেখার, পুজোর বাকি দিনগুলোতে এই বক্স অফিস যুদ্ধ কোন দিকে মোড় নেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy