ধারাবাহিক এবং বড় পর্দা—উভয় ক্ষেত্রেই দাপিয়ে বেড়ানো জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসু এবার শুরু করলেন তাঁর নতুন যাত্রা। দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে ‘পর্দার প্রিয় মা’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী, ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক শেষের পর কিছুদিনের বিরতি নিয়ে এবার ফিরলেন মঞ্চে, তবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে— যাত্রার মাধ্যমে।
নতুন যাত্রা, নতুন চরিত্র:
কিছু মাস পছন্দের কাজ না পাওয়ায় বিরতি চলাকালীনই নিজেকে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন তুলিকা। সেই ভাবনা থেকেই এবার তিনি যাত্রা পালার মঞ্চে। যে বিশেষ যাত্রাপালাটি নিয়ে তিনি দর্শকদের সামনে আসছেন, তার নাম ‘আমার মা আমার নয়’। এই পালার ছেলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় যাত্রা শিল্পী মঞ্জিল বন্দ্যোপাধ্যায়, যিনি তুলিকার এই মা-এর চরিত্রকে ‘সেরা’ বলে আখ্যা দিয়েছেন। ইতিমধ্যেই দুটি জায়গায় এই পালার শো করে ফেলেছেন তুলিকা।
অভিনেত্রী জানান, “ধারাবাহিক এবং যাত্রা দুই-ই করব। সেই ভাবেই সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে যাত্রার অভিজ্ঞতা প্রথমবার। এটি দারুণ উপভোগ করছি, আমার অভিনয় চর্চাও হচ্ছে।” মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও এই মাধ্যম সম্পূর্ণ নতুন হওয়ায় প্রথমদিকে সামান্য ভয়ে ছিলেন তুলিকা। সেই কারণে এই কয়েকমাস নিজেকে ভালোমতো তৈরি করেছেন তিনি।
পর্দায় ফিরলেন নেতিবাচক চরিত্রে:
একদিকে যখন মঞ্চে ‘মা’-এর চরিত্রে অভিনয় করছেন, ঠিক তখনই সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে। একই সঙ্গে একাধিক ভিন্ন সত্তাকে ধারণ করে চলছেন তিনি।
তুলিকার কথায়, অভিনয় তাঁর কাছে অক্সিজেনের মতো, তাঁর আরেক সন্তান। তাই অভিনয় জগতকে তিনি নিজের আরেক পরিবার বলেই মনে করেন।
বড় পর্দায়ও তুলিকা:
শুধুমাত্র যাত্রা ও ধারাবাহিক নয়, খুব শীঘ্রই বড় পর্দাতেও দেখা মিলবে তুলিকা বসুর। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের আগামী ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘রঘু ডাকাত’-এও একটি ছোট চরিত্রে তিনি অভিনয় করেছেন। আপাতত বড় পর্দায় ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।