নবমীর রাতে ‘মাংস চোর’ রহস্য! সৃজিত-অঙ্কুশ-সুস্মিতার হাসির বন্যায় শেষ হলো সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপূজা

প্রতি বছরই সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে জমকালো দুর্গাপূজা হয়। এ বছরও দেবীবরণ, সিঁদুরখেলা আর ধুনুচি নাচের বিদায়বেলার আগে নবমীর রাতে বসেছিল তারকার মেলা। উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, এবং সুপারস্টার জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন সহ আরও অনেকে। উৎসবের সেই ছবি সুদীপা নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।

ঐতিহাসিক মাংস চুরি!
আড্ডা যখন জমে উঠেছে, তখনই প্রসঙ্গ উঠল ভোজনের। সৃজিতের ভাষায় সুদীপার বাড়ির ‘মাংস’ নাকি ছিল ঐতিহাসিক! কিন্তু সেই মাংস নিয়েই বাধল মজার কাণ্ড। আড্ডার মাঝেই কেউ একজন বলে ওঠেন, নবমীর রাতে নাকি সেই মাংস চুরি গিয়েছিল!

এই প্রসঙ্গে সৃজিত মুখার্জি তৎক্ষণাৎ ঘোষণা করে দেন— “দুর্দান্ত স্ক্রিপ্ট পেয়েছি। ঋত্বিকের সঙ্গে কথা বলছি। (এই ঘটনা নিয়ে) ওয়েব সিরিজ তৈরি করব!”

পরিচালকের মুখে এমন কথা শুনে অট্টহাস্যে ফেটে পড়েন সবাই। এর পরই মজার ছলে এই ‘মাংস চুরি’ ওয়েব সিরিজের জন্য আবেদন জানান অভিনেতা অঙ্কুশ হাজরা। সাম্প্রতিক সময়ে ব্লকবাস্টার ‘রক্তবীজ ২’-এ অভিনয় করে সাড়া ফেলা অঙ্কুশ মজা করে বলেন, “আমি কিন্তু এখন সব রকম চরিত্রই করছি। মাংস চোর হতে কোনো অসুবিধা নেই।” তাঁর এই কথা শুনে অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলাও পিছিয়ে থাকেননি। তিনি রসিকতা করে বলেন, “আমি তো ভাবছিলাম অঙ্কুশ মাংসটা হবে।” ঐন্দ্রিলার এই মন্তব্য শুনেই যেন খেতে খেতে বিষম লাগার জোগাড় বাকি সবার।

বৃষ্টি উপেক্ষা করে রাতভর ঠাকুর দেখা, দেবীবরণ, ধুনুচি নাচে দেবীকে বিদায় জানানোর আগে এই ‘মাংস বিভ্রাট’ মুহূর্তের জন্য তৈরি করল এক অফুরান হাসির বন্যা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy